ফুটবল টুর্নামেন্ট / মারুফ সিরাজ শাহ্’র জন্মদিন উপলক্ষে ৭ নভেম্বর ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পীরজাদা মারুফ সিরাজ শাহ্’র জন্মদিন উপলক্ষে আগামী ৭ই নভেম্বর শুক্রবার ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধন করা হবে। আগামী শুক্রবার, কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সদস্য ও বাংলাদেশ স্কুল ফুটবল ঢাকা বিভাগের চেয়ারম্যান সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,সাবেক জাতীয় ফুটবলার মো: আমান,সাবেক জাতীয় ফুটবলার ও সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘ সাধারন সম্পাদক জিয়া উদ্দিন খাঁন জিয়া,সাবেক জাতীয় ফুটবলার মো: জাকির হোসেন,সাবেক জাতীয় ফুটবলার ও বাংলাদেশ ২৩ ফুটবল দল সাবেক অধিনায়ক ওয়ালী ফয়সাল,

সাবেক জাতীয় ফুটবলার মো: আজমল হোসেন বিদ্যুৎ, সাবেক জাতীয় যুব ফুটবলার বাংলাদেশ ২৩ ফুটবল দলের আবদুল্লাহ পারভেজ। ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা আন্তরিক ভাবে কামনা করা করেছেন টুর্নামেন্ট আয়োজক পীর কেবলা ইফ্তি সিরাজ শাহ্ ও মারুফ সিরাজ শাহ্। ফুটবল টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা করছেন কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ’র আস্তানা, পুরান বন্দর, নারায়ণগঞ্জ। #



