রূপগঞ্জে মাদ্রাসার শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবধর্ণা দেওয়া হয়েছে
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমলাব আল-ইমরান হিফজুল কুরআন মডেল মাদ্রাসা ও আল-ইমরান জামে মসজিদের উদ্যোগে মাদ্রাসার শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাব আল-ইমরান হিফজুল কুরআন মডেল মাদ্রাসা মাঠে শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম ভুইয়া, এইচ এম ইমরান হোসেন, মুফতী জাফর আহমেদ, ড. লুৎফর রহমান, মুফতী সাইফুল ইসলাম, ক্বারী ফজলুল হক, ক্বারী আব্দুল কাইয়ুম মিয়াজী প্রমূখ। এসময় শিক্ষার্থীদের সংবধর্ণা শেষে ওয়াজ ও মাহফিল ও রিকাতের আয়োজন করা হয়। রূপগঞ্জ সহ দূর-দূরান্ত থেকে মানুষ ওয়াজ মাহফিলে অংশগ্রহন করতে আসেন।#