পাড়া মহল্লায় বড় স্ক্রীন প্রজেক্টর বসিয়ে বিশ্বকাপ খেলা উপভোগ করছে ফুটবল প্রেমীরা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিশ্বকাপ খেলা উপভোগ করতে নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন পাড়া মহল্লায় বড় স্ক্রীন প্রজেক্টর বসিয়েছে ফুটবল প্রেমীরা। নিজেদের খরচে স্ব উদ্যোগে বড় স্ক্রীন প্রজেক্টরে একসাথে সকলে মিলে খেলা দেখার জন্য এ আয়োজন। এসব উদ্যোক্তারা জানিয়েছে, ঘরে টিভি থাকলে খেলা একা দেখতে ভাল লাগেনা। আর বিশ্বকাপ আসরে নিজেদের প্রিয় দলের খেলা সকলে নিলে একসাথে বড় স্ক্রীনে দেখার আনন্দই আলাদা। এ আনন্দ উপভোগ করতেই এমন আয়োজন করা হয়েছে। শহরে শেখ রাসেল পার্ক দেওভোগ এলাকায় পৃথক দুটি স্থান সহ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় অর্ধশতাধিক স্থানে ও বাড়ির ছাদে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। দেওভোগ পাক্কা রোড খানকা সড়ক এলাকার ফাহাদ, মেহেরাব, রুবেল, মেশকাত,মাসুদ, রাব্বি, রমজান, জনি তাদের নিজ উদ্যোগে এমন আয়োজন করে তারা সকলে খুশি। তাদের অনুভূতির কথা বলে জানিয়েছেন, বড় স্ক্রীনে সবাইকে নিয়ে একসাথে খেলা দেখছি অনেক আনন্দ হচ্ছে। #