প্রিপারেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুরুননবী বলেছেন,যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা দেখে আমারও শিশু হতে ইচ্ছে করছে। আমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে। আদর্শ মূল্যবোধ নিয়ে শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। চাকুরী করলে দেশের সেবা করা যায় তা ঠিক নয়। ব্যবসায়ী বা অন্য পেশার মানুষ হিসেবেও দেশের সেবা করা যায়। সুন্দর উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান,প্রদীপ চন্দ্র রায়,মাহমুদা বেগম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ কলেজের ক্রীড়া শিক্ষক আরিফ মিহির,প্রিপারেটরী স্কুলের সিনিয়র শিক্ষিকা সাহিদা রহমান,নাদিরা শারমীন,লুবনা আক্তার,গোলাম মোস্তফা শাহীন,রুপা আক্তার,ইমা খন্দকার,রেজাউল করিম,মোঃ মহিউদ্দিন, মোঃ শাহাবুদ্দিন, মোঃ কামাল হোসেন প্রমুখ।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথি বৃন্দ। #