নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   ধর্ষণের ডিএনএ জন্য লাখ টাকা ঘুষ দা‌বি | এসআইর বিরু‌দ্ধে লি‌খিত অ‌ভি‌যোগ
ধর্ষণের ডিএনএ জন্য লাখ টাকা ঘুষ দা‌বি | এসআইর বিরু‌দ্ধে লি‌খিত অ‌ভি‌যোগ
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ আদালতে ধর্ষণের ডিএনএ রিপোর্ট দাখিল না করে মামলা আপোষ মিমাংসা করে দিতে আসামী পক্ষের কাছে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) দেড় লাখ টাকা ঘুষ দাবী করেছেন। ফতুল্লা মডেল থানার এসআই গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ এনে আসামীর পরিবারের পক্ষ থেকে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কা‌ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মাধ‌্যমে অভিযোগ করা হয়েছে। এরআগে গত বুধবার একই অভিযোগ স্বরাষ্ট সচিব, ডিআইজি, পুলিশ হেড কোয়াটারসহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ফতুল্লার কোতালেরবাগ এলাকার মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ইউনুছ আলীর ছেলে রিপনকে (২৩) এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত ২৫ আগষ্ট বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
এরপর থেকে রিপন এখন পর্যন্ত কারাগারে বন্দি রয়েছে। এরমধ্যে জামিন প্রার্থনা করায় আদালত ধর্ষণের ডিএনএ রিপোর্টসহ জামিন শুনানীর দিন ধার্য্য করেছেন। তখন মামলার তদন্তকারী অফিসারের কাছে ডিএনএ রিপোর্ট তলব করেছে আদালত। মামলার তদন্তকারী অফিসার এসআই গিয়াস উদ্দিন আদালতের কাছে সময় প্রার্থনা করেন। কিন্তু ডিএনএ রিপোর্ট তার হা‌তে থাক‌লেও তি‌নি নির্ধারিত সময়ে ‌সে‌টি আদাল‌তে দা‌খিল করেনি।
গত ১২ ডিসেম্বর এসআই গিয়াস উদ্দিনের কাছে ডিএনএ রিপোর্টের বিষয়ে খোজ খবর নিতে গেলে আসামীর বাবা ইউনুছকে ভয়ভীতি দেখিয়ে এসআই গিয়াস উ‌দ্দিন বলেন ডিএনএ রিপোর্ট দিয়ে লাভ কি? দেড় লাখ টাকা দাও ঘটনা মিমাংসা করে দেই। গিয়াম উ‌দ্দি‌নের এসব কথা রেকর্ড করায় ইউনু‌সের পুত্রা মোঃ শামীম‌কে ২ ঘন্টা আট‌কে রে‌খে ফোন থে‌কে তার ঘুষ দা‌বির রেকর্ড ডি‌লিট ক‌রে দেয়। এছাড়া শামীম‌কে ছাড়‌তে ১০ হাজার টাকা ঘুষ আদায় ক‌রে ও হুম‌কি দি‌য়ে বলেন এবিষয়ে কারো কা‌ছে কিছু বললে ছেলের মত তুমিও মামলা খাবে।
অভিযোগকারী ইউনুছ আলী বলেন, আমার ছেলে বিনাদোষে ৪ মাস যাবত জেল খাটছে। পুলিশ একটু আন্তরিক হলে আমার ছেলে মুক্তি পেতো। আমি আমার অভিযোগের তদন্ত চাই। কারণ আমরা ই‌তিম‌ধ্যে খবর নি‌য়ে জান‌তে পে‌রে‌ছি ডিএন এ টে‌স্টের ফলাফ‌লে আমার ছে‌লে ধর্ষক নয় ব‌লে উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে।
এবিষয়ে যোগা‌যোগ করা হ‌লে এসআই গিয়াস উদ্দিন বলেন, ডিএন এ রি‌পোর্ট ঢাকা সিআই‌ডির মাধ‌্যমে সম্পন্ন হয়। সেখান থে‌কে প্রতি‌বেদন পে‌লে আ‌মি সে‌টি আদাল‌তে দা‌খিল এবং তদন্ত প্রতি‌বেদন দা‌খিল কর‌তে পার‌বো। কিন্তু আসামী পক্ষ তা‌দের আইনজীবীর মাধ‌্যমে আমা‌কে ডিএন এ প্রতি‌ব্নে ছাড়াই আদাল‌তে প্রতি‌বেদন দি‌তে বল‌লে আ‌মি অপপরগতা প্রকাশ ক‌রি। এ‌তে তারা ক্ষুব্ধ হ‌য়ে তা‌দের আইনজীবীর পরাম‌র্শে আমার বিরু‌দ্ধে মিথ‌্যা অ‌ভি‌যোগ দা‌খিল ক‌রে‌ছে। প্রকৃত সত‌্য হ‌চ্ছে আসামী প‌ক্ষের স‌ঙ্গে আমার সামনা সাম‌নি সাক্ষাতই হয়‌নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...