নারায়ণগঞ্জ  শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ | ২৫শে পৌষ, ১৪৩২ শীতকাল | ১৯শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন   |   খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া   |   নাগবাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   নারায়ণগঞ্জ আড়াইহাজার – ২ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   ধর্ষণের ডিএনএ জন্য লাখ টাকা ঘুষ দা‌বি | এসআইর বিরু‌দ্ধে লি‌খিত অ‌ভি‌যোগ
ধর্ষণের ডিএনএ জন্য লাখ টাকা ঘুষ দা‌বি | এসআইর বিরু‌দ্ধে লি‌খিত অ‌ভি‌যোগ
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ আদালতে ধর্ষণের ডিএনএ রিপোর্ট দাখিল না করে মামলা আপোষ মিমাংসা করে দিতে আসামী পক্ষের কাছে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) দেড় লাখ টাকা ঘুষ দাবী করেছেন। ফতুল্লা মডেল থানার এসআই গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ এনে আসামীর পরিবারের পক্ষ থেকে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কা‌ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মাধ‌্যমে অভিযোগ করা হয়েছে। এরআগে গত বুধবার একই অভিযোগ স্বরাষ্ট সচিব, ডিআইজি, পুলিশ হেড কোয়াটারসহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ফতুল্লার কোতালেরবাগ এলাকার মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ইউনুছ আলীর ছেলে রিপনকে (২৩) এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত ২৫ আগষ্ট বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
এরপর থেকে রিপন এখন পর্যন্ত কারাগারে বন্দি রয়েছে। এরমধ্যে জামিন প্রার্থনা করায় আদালত ধর্ষণের ডিএনএ রিপোর্টসহ জামিন শুনানীর দিন ধার্য্য করেছেন। তখন মামলার তদন্তকারী অফিসারের কাছে ডিএনএ রিপোর্ট তলব করেছে আদালত। মামলার তদন্তকারী অফিসার এসআই গিয়াস উদ্দিন আদালতের কাছে সময় প্রার্থনা করেন। কিন্তু ডিএনএ রিপোর্ট তার হা‌তে থাক‌লেও তি‌নি নির্ধারিত সময়ে ‌সে‌টি আদাল‌তে দা‌খিল করেনি।
গত ১২ ডিসেম্বর এসআই গিয়াস উদ্দিনের কাছে ডিএনএ রিপোর্টের বিষয়ে খোজ খবর নিতে গেলে আসামীর বাবা ইউনুছকে ভয়ভীতি দেখিয়ে এসআই গিয়াস উ‌দ্দিন বলেন ডিএনএ রিপোর্ট দিয়ে লাভ কি? দেড় লাখ টাকা দাও ঘটনা মিমাংসা করে দেই। গিয়াম উ‌দ্দি‌নের এসব কথা রেকর্ড করায় ইউনু‌সের পুত্রা মোঃ শামীম‌কে ২ ঘন্টা আট‌কে রে‌খে ফোন থে‌কে তার ঘুষ দা‌বির রেকর্ড ডি‌লিট ক‌রে দেয়। এছাড়া শামীম‌কে ছাড়‌তে ১০ হাজার টাকা ঘুষ আদায় ক‌রে ও হুম‌কি দি‌য়ে বলেন এবিষয়ে কারো কা‌ছে কিছু বললে ছেলের মত তুমিও মামলা খাবে।
অভিযোগকারী ইউনুছ আলী বলেন, আমার ছেলে বিনাদোষে ৪ মাস যাবত জেল খাটছে। পুলিশ একটু আন্তরিক হলে আমার ছেলে মুক্তি পেতো। আমি আমার অভিযোগের তদন্ত চাই। কারণ আমরা ই‌তিম‌ধ্যে খবর নি‌য়ে জান‌তে পে‌রে‌ছি ডিএন এ টে‌স্টের ফলাফ‌লে আমার ছে‌লে ধর্ষক নয় ব‌লে উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে।
এবিষয়ে যোগা‌যোগ করা হ‌লে এসআই গিয়াস উদ্দিন বলেন, ডিএন এ রি‌পোর্ট ঢাকা সিআই‌ডির মাধ‌্যমে সম্পন্ন হয়। সেখান থে‌কে প্রতি‌বেদন পে‌লে আ‌মি সে‌টি আদাল‌তে দা‌খিল এবং তদন্ত প্রতি‌বেদন দা‌খিল কর‌তে পার‌বো। কিন্তু আসামী পক্ষ তা‌দের আইনজীবীর মাধ‌্যমে আমা‌কে ডিএন এ প্রতি‌ব্নে ছাড়াই আদাল‌তে প্রতি‌বেদন দি‌তে বল‌লে আ‌মি অপপরগতা প্রকাশ ক‌রি। এ‌তে তারা ক্ষুব্ধ হ‌য়ে তা‌দের আইনজীবীর পরাম‌র্শে আমার বিরু‌দ্ধে মিথ‌্যা অ‌ভি‌যোগ দা‌খিল ক‌রে‌ছে। প্রকৃত সত‌্য হ‌চ্ছে আসামী প‌ক্ষের স‌ঙ্গে আমার সামনা সাম‌নি সাক্ষাতই হয়‌নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...