নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   সাংবাদিক প্রীতির সহযোগিতায় সৌদি থেকে ফিরল শায়েরার মরদেহ
মানবিক উদ্যোগ / সাংবাদিক প্রীতির সহযোগিতায় সৌদি থেকে ফিরল শায়েরার মরদেহ
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গেলো কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নির্যাতিত বহু নারীকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি এবার সৌদিতে নিহত নারায়ণগঞ্জের অসহায় এক নারী শ্রমিকের পরিচয় শনাক্ত করে তার লাশ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে পৌঁছে দিল সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি।

বিমান বাংলাদেশের BG340 ফ্লাইট যোগে ২০ মার্চ(বৃহস্পতিবার) রাত ৭টা ৫৮ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শায়েরার লাশ। মানবাধিকার কর্মী প্রীতি লাশটি তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়ার পাশাপাশি দাফনকার্য সম্পাদনের জন্য সরকারি খরচে একটি চেক নিয়ে দেন অসহায় পরিবারটিকে। এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি)’র চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, দলটির মানবাধিকার বাংলাদেশ এর চেয়ারম্যান শান্তা ফারজানা।সৌদি থেকে দূতাবাস কর্মকর্তা মো. ফয়সাল জানান, ২৫ ফেব্রুয়ারী রিয়াদের শুমাইছি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শায়েরা(৪৩)। মৃত্যুর পর পাসপোর্টে ভুল নাম্বার থাকায় আমরা কোনোভাবেই মৃত নারীটির পরিবারের খোঁজ পাচ্ছিলাম না। তাছাড়া এখানে প্রতিদিন অসংখ্য বাঙালী কর্মী মারা যায়। তাই লাশ ১৪ দিনের বেশি ফ্রিজিং করে রাখা সম্ভব হয়না। সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে পরিচয় শনাক্ত না হলে তা বেওয়ারিশ হিসেবে সৌদি সরকার নিজ দায়িত্বে এখানে দাফন করে। তবে কোনো উপায় না পেয়ে ১৩ দিন পর আমি দূতাবাসের পক্ষ থেকে মানবাধিকার বাংলাদেশ এর মহাসচিব সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতিকে বিষয়টি জানালে তিনি ১ দিনের মধ্যে পরিবারের খোঁজ বের করে তাদের মাধ্যমে লাশ শনাক্ত করেন।

জানা গেছে, দরিদ্র পরিবারে মায়ের মুখটি শেষবারের মত ৪টি এতিম শিশুকে দেখানো প্রয়োজন মনে করে প্রীতি নিজেই কয়েকদিনের চেষ্টায় সরকারি খরচে লাশ দেশে আনার পাশাপাশি দাফনের সহযোগিতা হিসেবে ৩৫০০০ হাজার টাকার একটি চেক নিয়ে দেন পরিবারটিকে। প্রীতি জানান, সৌদিতে নিহত বাংলাদেশী নারী শ্রমিক সায়রা(৪৩) নারায়ণগঞ্জের রুপগঞ্জ চনপাড়া আশ্রয় কেন্দ্রের বাসিন্দা। তালাকপ্রাপ্তা এই হতদরিদ্র নারী ৪টি এতিম সন্তানকে আত্মীয়দের কাছে রেখে কর্মসংস্থানের খোঁজে ২০২২ সালের ২১ এপ্রিল সৌদিতে পাড়ি জমান।তিনি বলেন, দূতাবাস কতৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে যখন পরিবারটিকে খুঁজে বের করলাম, তখন জানতে পারলাম- কোনো এক মাধ্যমে আরও এক বছর আগে শায়েরার মৃত্যু হয়েছে বলে পরিবারটি জানত। যা ভুল। মূলত কর্মী হিসেবে সৌদি গেলেও শায়েরা কিছুদিনের মধ্যে সেখান থেকে পালিয়ে যায়। এবং এরপর শায়েরার জীবনে নানা ট্রাজেডি চলতে থাকে। যার এক পর্যায়ে তার দেশে থাকা পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এবং বছরখানেক আগে একটি ফেইক কল আসায় তারা মনে করেছিল শায়েরা সেখানে মারা গেছে আরও ১ বছর আগে। আসলে এ বছর ২৫ ফেব্রুয়ারী তার মৃত্যু হয়েছে।সোনিয়া দেওয়ান প্রীতি আরও বলেন, ঈদ পরবর্তী সময়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব শায়েরার রেখে যাওয়া এই এতিম ৪ শিশুর জন্য একটি আর্থিক অনুদান আদায় করে দিতে। ইতিমধ্যেই এ সংক্রান্ত কাগজপত্র সহ কতৃপক্ষের সাথে কথা বলেছি।উল্লেখ্য, মানবিক এই নারী সোনিয়া দেওয়ান প্রীতি এ পর্যন্ত সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নির্যাতিত অসংখ্য নারী কর্মীদের দেশে ফিরিয়ে এনেছেন।এছাড়াও তিনি প্রবাসী নারী শ্রমিকদের পারিশ্রমিক সহ কর্মস্থলে তাদের অধিকার আদায় ও তাদের কল্যাণে অনেক বছর ধরে ব্যক্তিগতভাবে কাজ করে চলেছেন। এর আগে গত ২২ ফেব্রুয়ারী তিনি সৌদিতে নির্যাতিত নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকার এক নারী গৃহ শ্রমিককে দেশে ফিরিয়ে আনেন। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...