শিরোনাম
ফতুল্লায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে মা ও মেয়ে দগ্ধ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ফতুল্লায় একটি বাড়িতে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে মা ও মেয়ে দগ্ধ হয়েছে। রবিবার ভোর রাতে ফতুল্লা থানার লালপুর আল আমিনবাগ এলাকায় ভাড়া বাসায় এঘটনা ঘটে। দগ্ধরা হল- মা নার্গিস আক্তার ও মেয়ে মরিয়ম আক্তার। তাদের দুইজনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী সুলতান মিয়া বলেন,তাদের বাসায় চারটা রুমে কয়েকটা পরিবার থাকে। বাসায় ঠিকমত গ্যাস থাকে না। রাতে কেউ গ্যাসের চুলা চালু করে রেখে ছিল। সেখান থেকে গ্যাসের লাইন লিকেজ হয়ে মনিরের ঘরে আগুন ধরে যায়। এতে তার স্ত্রী ও মেয়ে দগ্ধ হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, আগুনের ঘটনায় মা নার্গিস ও মরিয়ম দগ্ধ হয়। দুইজনকেই আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।#