রূপগঞ্জে দেড় ডজন মামলার আসামী সবুজ ছাড়া পাওয়ায় হাইওয়ে একালায় আতংক
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে ডজন দেড়েক মামলার আসামী সবুজ হাজত থেকে ছাড়া পাওয়ায় মহাসড়ক ও হাইওয়ে সড়কে ডাকাতি আতংক বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায় সবুজের একটা বিশাল বাহিনী রয়েছে। এই বাহিনী প্রতিরাতেই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটাচ্ছে হোন্ডাও ফিটনেস বিহীন প্রাইভেট গাড়ি ব্যবহার করে। একাধিক ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ সবুজ ছিনতাই ডাকাতি ও ধর্ষণের প্রায় দেড় ডজন মামলার আসামি। অভিযোগ আছে চিহ্নিত এই আসামি আটকের পর কি করে ছাড়া পায় এটাই বোধগম্য নয়।পুলিশ বলেন অপরাধিরা ছিনতাইয়ের মত অপরাধের কাজে ব্যবহার করছে নাম্বার ছাড়া হোন্ডা ও নাম্বারপ্লেট ছাড়া প্রাইভেট কার, এমনকি তার নেই কোন কাগজপত্র। নাম্বারপ্লেট না থাকায় এসকল গাড়ি দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে অহরহ।জানা যায় সবুজ গোলাকান্দাইল এলাকার রমজানের ছেলে। চিহ্নিত সন্ত্রাসী সবুজ ও তার বাহিনীর সদস্যরা হোন্ডা ও ফিটনেস বিহীন প্রাইভেট গাড়ি দিয়ে এই চক্রের সদস্যরা গাউছিয়া মার্কেট আশা যাওয়া যাত্রীদের রিক্সা, সিএনজি বা ট্যাক্সি টার্গেট করে দ্রুত গতিতে এসে যাত্রীদের হাত থেকে ব্যাগ মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অহরহ ঘটনা ঘটলেও ক্ষতিগ্রস্তরা পুলিশ ভোগান্তির কারনে থানায় গিয়ে মামলা করতে রাজি হয় না।জানা যায় ছিনতাইকারীরা গোলাকান্দাইল থেকে বরপা, বস্তল, আধুরীয়া বান্ডি বাজার, কুড়িল বিশ্বরোড়, মায়ার বাড়ি, মীরেরবাজার রোডে ছিনতাই ডাকাতির ঘটনা ঘটিয়ে যাচ্ছে অহরহ। সন্ধ্যার পরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটছে সবচেয়ে বেশি বলে জানা গেছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসকল রোডে ছিনতাই ডাকাতি করলেও অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।এ ব্যাপারে স্থানীয় অনেকের অভিযোগ নাম্বারবিহীন হোন্ডা ও গোলাকান্দাইল চৌরাস্তায় ফিটনেস বিহীন প্রাইভেট কার দিয়ে ছিনতাই ডাকাতির ঘটনা ঘটে আসলেও প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের ধরা হচ্ছে না। তারা আরো বলেন পুলিশ অনেক সময় গাড়ি আটক করলেও অজ্ঞাত কারনে আবার থানার থেকে ছাড়া পেয়ে যাচ্ছে এসকল গাড়ি। তবে পুলিশ ফিটনেস বিহীন প্রাইভেট কার আটকের পর ছেড়ে দেয়া হয় তা বুঝতে বাকি থাকে না। ট্রাফিক পুলিশও এসকল গাড়ি কেন ধরা হয় না এমন প্রশ্ন সাধারণ মানুষের কাছে থেকেই যায়। অভিযোগ আছে হাইওয়ে পুলিশেরও মাসোহারার কারণে নিরব ভুমিকা।সরেজমিনে দেখা যায় হাইওয়ে পুলিশের সামনে এসকল অবৈধ গাড়ি মহাসড়কের উপর সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। হাইওয়ে পুলিশের কোন বাঁধা নিষেধও নাই। সড়কে নাম্বার বিহীন হোন্ডা ও ফিটনেস বিহীন প্রাইভেট কার কিভাবে চলে এবিষয়ে হাইওয়ে পুলিশ কোন স্বদোত্তর দিতে পারেনি। #