শিরোনাম
রূপগঞ্জে ভুল চিকিৎসায় গর্ভবতী নারী মৃত্যুর অভিযোগ
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে ডিকেএমসি হসপিটালে ভুল চিকিৎসায় রাবিয়া (২৫) নামের এক গর্ভবতী নারীর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৬ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে রাবিয়ার মৃত্যু হয়েছে।
রাবিয়া উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ৩নং ওয়ার্ড মাহনার টেক এলাকার আল আমিনের স্ত্রী। জানা যায় গত বৃহস্পতিবার গর্ভবতী রাবিয়াকে তার অভিভাবকরা উপজেলার গোলাকান্দাইল ডিকেএমসি হসপিটালে নিয়ে আসে। এসময় হসপিটালের ডাক্তার তাকে দেখে নরমাল ডেলিভারির কথা বললেও কিছুক্ষণ পর ডাক্তার বলেন তার অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে সিজার করতে হবে। একথা শুনে অভিভাবকরা রাবিয়াকে বাঁচাতে সিজার করাতে রাজী হয়। সিজারে শিশুর জন্ম হলেও রোগীর অবস্থা খারাপ দেখে তাকে ঢাকায় রেফার্ড করে ডাক্তার। ঢাকায় নেয়ার পর রোগী মারা যায়।
এ বিষয় ডিকেএমসি হসপিটালের ম্যানাজার খাইরুল ইসলাম বলেন, এখন আমি হাসপাতাল থেকে বাহিরে কথা বলার এখন আমার সময় নাই। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জেন ডঃ এ এফ এম মুশিউর রহমান বলেন, আমাদের কাছে যদি কেউ কোন অভিযোগ করেন তাহলে তাদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #