শিরোনাম
ডাকাতি করে কৃষকেরন৩ লাখ টাকার মালামাল লুট
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতরা ডাকাতি করে নগত টাকা সহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ২.৩০ ঘটিকায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী চকের বাড়ি গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে কৃষক হাবিবুল্লার বাড়িতে।
জানাযায় ওই রাতে ৮/১০ জনের ডাকাত দল কৃষক হাবিবুল্লার চৌচালা টিনের ঘরের কাঠের জানালা দিয়ে কৌশলে ঘরের ভিতর প্রবেশ করে ঘরের সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পাঁ বেধে ফেলে। পরে ডাকাত দল ঘরে থাকা নগদ ১ লাখ টাকা, দুই ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার এবং তিনটি এন্ড্রয়েড মোবাইল সেট নিয়ে যায়। ওই রাতে কৃষক হাবিবুল্লা চরমোনাই মাহফিলে ছিলেন বলে স্বজনরা জানান। এছাড়াও একই রাতে হাইজাদী ইউনিয়নের ইলমদী বাগ এলাকায় শ্রমিকবাহী গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। কয়েক দিন যাবত আড়াইহাজারে ডাকাতির প্রবণতা বেড়ে যাওয়ায় এলাকায় আতংক বিরাজ করছে। এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান,এ ডাকাতির ব্যপারে তিনি কোন অভিযোগ পাননি।#