শিরোনাম
লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে মঙ্গলবার রাত ৯ টা ১৮মিনিটে অষ্টমী স্নানের লগ্ন শুরু
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ কর’এ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে প্রতিবছর চৈত্রের মাসের শুক্লাষ্টমী তিথিতে স্নান করতে আসেন দেশ-বিদেশের সনাতন ধর্মালম্বীদের লাখ লাখ পুন্যার্থী।
আজ মঙ্গলবার রাত ৯ টা ১৮মিনিটে স্নানের লগ্ন শুরু হয়ে শেষ হবে বুধবার রাত ১০টা ৪৭ মিনিট। স্নানকে ঘিরে ব্রহ্মপুত্র নদের তীর সুষ্ঠুভাবে স্নান সস্পাদনের লক্ষ্যে ১৮টি স্নান ঘাট, নারীদের জন্য কাপড় পরিবর্তন কক্ষ ও অস্থায়ী টয়লেট এবং পানীয় জল সরবরাহ করবে লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটি।
জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, তীর্থস্থান জুড়ে পূণ্যার্থীদের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও আনসার রয়েছে সিসি ক্যামেরার আওতায়। স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার। যানজট নিরসনে সড়কে ট্রাফিক ও নদীতে নৌ-পুলিশ। #