শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল
রূপগঞ্জ প্রতিবেদকঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামিলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ সর্বস্তরের জনগণ।
সোমবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মিছিলটি উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামিলীগ অফিস থেকে বের হয়ে মহাসড়ক দিয়ে ভুলতা গোলচক্কর প্রদক্ষিণ করে গোলাকান্দাইল আওয়ামীলীগ অফিসে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে একই ধ্বনি উচ্চারিত হতে থাকে আমরা সবাই মুজিব সেনা ভয় করিনা বুলেট ভোমা। প্রধানমন্ত্রীর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এছাড়াও অনতিবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় আনারও দাবী জানানো হয়। #