শিরোনাম
সোনারগাঁয়ে বজ্রপাতে নিহত-১ আহত ৪
সোনারগাঁ প্রতিবেদকঃ সোনারগাঁয়ে বজ্রপাতে শামীম(৪০) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ৪জন। সোমবার দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের মশুরাকান্দা গ্রামের ফসলী জমিতে কাজ করতে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মশুরাকান্দা চকের ফসলী জমিতে কাজ করার সময় ঝড় বৃষ্টি শুরু হয়।
এ সময় শামীমসহ অন্যান্যরা চকের মাঝখানে পানির সেচ ঘরে আশ্রয় নেন। হঠাৎ ওই ঘরের উপর বজ্রপাত হলে শামীম(৪০) ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আহত হন মোক্তার, কামাল, জয়নাল ও নূরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। #