শিরোনাম
রূপগঞ্জে বেদে পল্লীর ৯০ পরিবারের জীবনের হালহকিকাত
নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে বেদে পল্লীর ৯০ পরিবার গত পনের বছর যাবত একই জাগায় বসবাস করে আসছে। বসবাস করে আসা পরিবারের সদস্যরা কেমন আছে সেটা জানতে রূপগঞ্জের বেদে পল্লীর তিনটি বহরে বসবাসরত ৯০টি পরিবারের তিনজন বেদে সর্দারদের সাথে কথা বলেন এই প্রতিবেদক। কেমন-ই বা তাদের জীবন যাত্রার মান সেগুলো জানতে সরেজমিনে খোজখবর নিয়ে দেখা যায় তাদের জীবন যাত্রার মান ও তাদের হালহকিকাত।
এসকল পরিবারের সাথে কথা বলে জানা যায় নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ( বস্ত্র ও পাটমন্ত্রী) গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সহযোগিতায় বেদেপল্লীর সদস্যরা অনেক ভালো আছেন। এ বিষয় কথা জানা যায় সরদার সাগরের আয়োতায় ৪০ টি বেদে পরিবার বসবাস করে আসছে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল এলাকায়। এর পাশেই আছে ৩০ পরিবারের পল্লী ও রাস্তার ওপর পাশে আছে ২০ পরিবারের রোমানের বহর। এই এলাকায় মোট ৯০ টি বেদে পল্লীর পরিবার বসবাস করে আসছে বলে জানা যায়। তাদের জীবন চলে সিংগা লাগিয়ে, তাবিজ কবজ বিক্রি করে, দাঁতের পোকা ফেলিয়ে।
তারা মুন্সীগঞ্জ থেকে আসছেন বলেও জানা যায়।
এখানে প্রায় পনের বছর যাবত শান্তিতে বসবাস করে আসছেন। এখানে তাদের কোন ভোটার নাই, তবে এখানে এখনো ভোট করা হয়নি। তিনি আরো বলেন
লৌহজং থানায় আমাদের আদি বাড়ি, ডিআইজি হাবিব সাহেব আমাদের ঘরবাড়ি করে দিয়েছে।
তাদের ছেলে মেয়েরা লেখা পড়া করেছে।
আব্দুর রউফ সরদার বলেন তার বড় ছেলে বিএ অনাসে পড়াশোনা করে।
আরো দুইও লেখাপড়া করে। আমাদের ছেলেমেয়েরা স্থানীয় স্কুল ও মাদরাসায় পড়াশোনা করে।
তিনি আরো বলেন আমাদের মধ্যে আগ থেকে আওয়ামী পন্থী লোকজন বেশি।
তিনি আরো বলেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী সার্বিক সহযোগিতা করে আসছে।
তিমি আরো বলেন তাদের জীবন যাত্রার মান ঠিক রাখতে একটু কষ্ট হচ্ছে। তবে তারা এতে তুষ্ট বলে জানায়। #