প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ
সোনারগাঁ প্রতিনিধি:গত ১০ জুন শনিবার দিন একটি অনলাইন পত্রিকা সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় ‘সোনারগাঁ উপজেলার আশপাশ অপরাধীদের অভয়রান্য’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা আমার নাম উল্লেখ করে এবং আমার বাড়ির ভাড়াটিয়াদের অসম্মান ও অপমান করে সংবাদ প্রকাশিত হয়। এতে করে সংবাদটি অনলাইনের মাধ্যমে সারা বিশ্বের বাংলা ভাষা ভাষি মানুষের কাছে পৌছায়। এতে আমি ও আমার পরিবার বিব্রত হয়েছি “বাচ্চু মোল্লার বাড়িতে বিভিন্ন অপরাধীদের আশ্রয় স্থান। এসব বাড়িতে পতিতা, খুনি, বিভিন্ন মামলার আসামী, মাদবকারবারী বাসা ভাড়া নিয়ে বাস করে। এসব বাড়ির মালিক বাড়িতে থাকে না। অপরাধীরা বাসা ভাড়া নিয়ে পতিতা ব্যবসা ও মাদক ব্যবসা আরামচে করে যাচ্ছে। খবর নিয়ে জানা গেছে যে, এসব বাসা বাড়িতে শুধূ সিঙ্গেল মহিলা ভাড়া থাকে। জানতে চাইলে বলে গার্মেন্সে কাজ করি। অথচ তারা দিন রাত পতিতা ও মাদক ব্যবসার সাথে জড়িত।” উপরোক্ত সংবাদটি ভুয়া, মিথ্যা ও বানোয়াট।সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার পরিবারকে ছোট করতে এক শ্রেণির লোক এসব বিভ্রান্তি মুলক মিথ্যা তথ্য ছড়িয়েছে। আসলে আমার বাড়িতে ভদ্র ও সম্মানিত লোকজন থাকে। শিক্ষিত, ব্যবসায়ী, সরকারি চাকরিজীবি ব্যক্তিরা থাকেন। যারা সমাজের সম্মানিত লোক। আমি এ মিথ্যা সংবাদের তীব্র ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বাচ্চু মোল্লা
জয়রামপুর