নারায়ণগঞ্জ  বুধবার | ২রা এপ্রিল, ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বসন্তকাল | ৩রা শাওয়াল, ১৪৪৬

শিরোনাম
  |   আড়াইহাজারে বিএনপির যুবদলের মধ্যে সংঘর্ষ আহত ১০   |   কাশীপুরে যুবককে গুলি করে হত্যা   |   ঈদের দিন বিএনপি অফিসে হামলা, গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম   |   যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর তৃতীয় বর্ষপূতি উদযাপন   |   আড়াইহাজারে অপরাধ নিয়ন্ত্রনে ওসির জোরালো তৎপরতা    |   বুটবল তারকা হামজা চৌধুরীর পরিবার ঘুরে গেলেন কুতুব উদ্দিন আকসিরের বাড়ি   |   ভয়াবহ অগ্নিকান্ডে কয়েল কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতির   |   নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের গুণীজন সম্মাননা অনুষ্ঠিত   |   সাংবাদিক প্রীতির সহযোগিতায় সৌদি থেকে ফিরল শায়েরার মরদেহ   |   বন্দরের যুবক সাইফুল নিখোঁজ   |   ৫০০ পিছ ইয়াবাসহ সুজন গ্রেপ্তার   |   রাজধানীতে ধর্ষণকারীকে পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা   |   প্রয়াত বিমান ভট্টাচার্য্যের পরিবারকে না’গঞ্জ প্রেস ক্লাবের পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান   |   রোহীঙ্গা সশস্ত্র সংগঠন আরসা প্রধান জুনুনী সহ ১০ জন আটক    |   গণঅভ্যুত্থানে হামলা ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী সাময়িক বহিষ্কার   |   ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবকের মরদেহ   |   আ’লীগ নেতার মুক্তির দাবীতে থানা ঘেরাও    |   লায়ন রানাকে সমর্থন দিয়ে ভোট চাইলেন অধিকাংশ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ   |   ভয় দেখিয় যুবককে বলাৎকার | মামলার আসামী সাঈদ আটক   |   বন্দর প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত 
 প্রচ্ছদ   জেলার খবর   ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা
৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জন,  কর্মবিরতি ও ছাত্র ধর্মঘট করেছে জেলার ম্যাটস শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং সাধারণ ডিএমএফ শিক্ষার্থীরা । আজ দুপুরে শহরের তিনশ’ শয্যা হাসপাতাল সড়কে মানববন্ধনে বক্তারা বলেন, ইন্টার্শিপ বহাল- অসংগতিপূর্ন কারিকুলাম সংশোধন, এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন  বোর্ড অব বাংলাদেশ নামের আলাদা বোর্ড গঠন, কর্ম সংস্থান  সৃজন-নিয়োগ এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদানের দাবি মানতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন জেলা সভাপতি শহিদুল হাসান,  সাধারণ সম্পাদক রাফসান রানা, ম্যাটস আন্দোলন নারায়ণগঞ্জ সমন্বয়কারী হৃদয় সহ অনেকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়ন এর প্রতিবাদ ও সংশোধন সহ চার দফা দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে ম্যাটস শিক্ষার্থীরা । সম্মানিত জাতির বিবেক সাংবাদিকবৃন্দ , ম্যাটস শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা । অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে , বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ স্বাক্ষরিত ইং ১৩-০২-২০২৩ বারচিজ / ১৬ / ২০২৩ / ১৬৯ স্মারকে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স এর নতুন কারিকুলাম প্রদান করা হয় । আমরা লক্ষ্য করেছি উক্ত কারিকুলামের মাধ্যমে আমাদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ সহ চিকিৎসা শিক্ষার অতীব গুরুত্বপূর্ণ বিষয় সমূহ বাতিল করা হয়েছে । যা আমাদের জাতীয় জীবনে দক্ষ মেডিকেল এ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করবে । তার প্রতিবাদে ম্যাটস শিক্ষার্থীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ( বিডিএমএসএ ) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন , জাতীয় দিবস উদযাপন , শিক্ষার্থীদের অধিকারের আদায়ের বিষয়ে দীর্ঘ এক যুগ ধরে কাজ করে যাচ্ছে তারই বারবাহিকতায় গত ২৮/০২/২০২৩ ইং তারিখে ঢাকায় সারাদেশের ম্যাটস প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে কোর্স কারিকুলাম ও সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী লিখিত আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় এতে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি । পরবর্তীতে গত ১১ ই মার্চ ২০২৩ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনী মিলনায়তনে সদ্য প্রণীত অসংগতি পূর্ণ কোর্স কারিকুলামের প্রতিবাদ ও সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয় । সংবাদ সম্মেলনের ঘোষণা অনুযায়ী ১৪ ই মার্চ ২০২৩ ইং তারিখে দেশব্যাপী ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করা হয় । পরবর্তীতে গত ২২ শে মে ২০২৩ ইং তারিখে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করি উর্ধতন কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি শিথিল করা হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখনো কোন দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই । এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের পূর্বের লিখিত প্রতিশ্রুতি স্মারক নং স্বাপকম / চিশিজ / বেসমেক ও ডকহা ১/২০০৯/৬১২ , তারিখ -২৩ / ০৭ / ২০০৯ অনুযায়ী “ মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ ” নামে স্বতন্ত্র বোর্ড করার কথা থাকলেও আমার লক্ষ্য করেছি বিভিন্ন সময় বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষাবোর্ড নামে আইন ( খসড়া ) নিয়ে আলোচনা সভার বিষয় সামনে আসে । আমরা ২০১৯ সাল থেকে একাধিকবার আইনি নোটিশ ও সাংবিধানিক পন্থায় এই বিষয়ে আপত্তি জানিয়ে আসছি । কিন্তু দুঃখের বিষয় এই যে , সংবাদ মাধ্যমের সূত্রে গত সোমবার ( ৭ আগস্ট ২০২৩ ) আমরা লক্ষ্য করেছি ‘ বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষাবোর্ড আইন -২০২৩ ‘ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা । প্রত্যেকটি ম্যাটস শিক্ষার্থীরা এই বোর্ড নাম করণ সহ নানাবিধ অসংগতি বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে । স্বাস্থ্যখাতে বিগত ৪৮ বছরে বাস্তবায়ন হলো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা ( ১৯৭৩-১৯৭৮ ) অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদান । যার ফলে বাংলাদেশে একমাত্র ম্যাটস শিক্ষার্থীরাই উচ্চ শিক্ষার জন্য ৪৮ বছর ধরে দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে । বাংলাদেশে অন্যান্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারী চাকরীর নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও আজ ম্যাটস ডিপ্লোমা ধারীদের বিগত এক যুগ ( ১২ বছর ) ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নাই । যার ফলে সারা দেশের সকল সরকারী , বে – সরকারী ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবি সমূহ আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলনো সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে ।
উপরিউক্ত বিষয়াদীসহ ম্যাটস শিক্ষার্থীদের প্রাণের চার ( ০৪ ) দফা দাবীসমূহঃ ১. অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই । ২. এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ” মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ ” নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা । ৩. কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ চাই ৪. বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান । INBOS।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

error: Content is protected !!
error: Content is protected !!