আমিরাতে ভ্রমণ ভিসায় নতুন নিয়ম
আমিরাতে ভ্রমণ ভিসার নতুন নিয়ম অনুযায়ী ৩০ ও ৬০ দিনের ভিসা দেবে কর্তৃপক্ষ। গত ৩ অক্টোবর থেকে দেশটিতে ভ্রমণ ভিসায় এই পরিবর্তন করা হয়েছে।এর আগে দেশটিতে ৩০ ও ৯০ দিনের ভিসা ছিল৷ মূলত ৯০ দিনের ভ্রমণ ভিসা বাতিল করে ৬০ দিনের করা হয়েছে। এছাড়া, সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জরিমানায়। নির্ধারিত ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় আমিরাতে থাকলে প্রতিদিন ১০০ দিরহাম করে জরিমানা দিতে হতো। এটি কমিয়ে ৫০ দিরহাম করা হয়েছে।ইতোমধ্যে ভ্রমণ ভিসা নিয়ে আমিরাতে অবস্থানরত যাদের জরিমানা করা হয়েছে, তাদের অর্থদণ্ড ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। অনলাইনে ভ্রমণ ভিসার জরিমানা চেক করতে গেলে দেখা যাচ্ছে, এর ৫০ শতাংশ মওকুফ করা হয়েছে।এছাড়াও পরিবর্তন এসেছে শিশুদের ভ্রমণ ভিসায়। ইতিপূর্বে মায়ের সঙ্গে শিশু ভ্রমণ করলে তাদের জন্য প্রায় ৫০ শতাংশ ভিসা ফি দিতে হতো। এই খরচ এখন সবার জন্য সমান। ৩০ দিনের ভিসার জন্য ৩০০ থেকে ৪০০ দিরহাম ও ৬০ দিনের ভিসার জন্য ৭০০ থেকে ৮০০ দিরহাম দিতে হবে। একাধিক ভিসা এজেন্সি এসব তথ্য নিশ্চিত করেছে।