শিরোনাম
অবৈধ প্রবেশকারীদের আবেদন নিষিদ্ধ করবে ব্রিটেন
অবৈধ অভিবাসীদের জন্য কঠোর নতুন নীতির পরিকল্পনা করছে ব্রিটেনের হোম অফিস। অবৈধভাবে প্রবেশকারীদের জন্য যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদন নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে হোম অফিস।বর্তমান স্বরাষ্ট্র প্রধান সুয়েলা ব্র্যাভারম্যান অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশকারী লোকদের জন্য অ্যাসাইলাম আবেদন নিষিদ্ধ করতে চান। এই নতুন আইনের মাধ্যমে অনুপ্রবেশকারীদের নির্বাসন সহজতর হবে বলে মনে করা হচ্ছে।২০২২ সালে এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি লোক ছোট নৌকায় চ্যানেল পার হয়ে ব্রিটেনে প্রবেশ করেছে বলে রিপোর্ট করা হয়েছে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ২৮ হাজার ৫২৬ জন। হোম অফিস ধারণা করছে, ইংলিশ চ্যানেল পার হওয়াদের সংখ্যা সব মিলিয়ে ৬০ হাজার ছাড়াবে চলতি বছর।এছাড়া ফ্রান্স থেকে অবৈধ প্রবেশকারীদের বাধা দিতে ফরাসি কর্তৃপক্ষকে সহায়তা প্রদান করবে ব্রিটেন।