ফটো সাংবাদিক মতিউর সেন্টুর মৃত্যুতে বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার শোক
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপদেষ্টা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং দৈনিক ইনকিলাবের সিনিয়র ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টুর মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান উল রাজিব গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় ইটালীর নেপালি শহরে স্ট্রোক করে তিনি মারা যান। মৃত্যুকালে পরিবারে তাঁর স্ত্রী, আত্বীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
গত রমাজান মাসে নিহতের একমাত্র পুত্র বিদ্যুতায়িত হয়ে নিজ বাসভবনে মারা যায়। স্বল্প সময়ের ব্যবধানে বাবা মতিউর রহমান সেন্টুও চলে গেলেন না ফেরার দেশে। #