শিরোনাম
মুকাভিনয় শিল্প শব্দবিহীন মনের ভাষা প্রকাশ করে মানুষকে উজ্জীবিত করে
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র সহযোগীতায় ” মাস্টার অব মাইম ” মার্সেল মার্সো’র প্রয়াণ দিবসে মূকাভিনয় প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ জেলা মিলনায়তন সেমিনার কক্ষে মূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের মূকাভিনয় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদে!শ মূকাভিনয় ফেডারেশানের প্রাক্তন চেয়ারম্যান ও নাট্যজন জাহিদ রিপন,
এসময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মুকাভিনয় ফেডারেশান সেক্রেটারি জেনারেল ধীমান সাহা জুয়েল , পরিচালনা করেন বাংলাদেশ মুকাভিনয় ফেডারেশান অর্থ সম্পাদক মেজবাহ চৌধুরী।
পরে সন্ধ্যা ৬ টায় মূলহলে প্রদর্শনী হয়।
এসময় মুকাভিনয় পরিবেশনায় অংশ নেয়
শ্রুতি মাইম দল – নারায়ণগঞ্জ
মিরর মাইম থিয়েটার – ঢাকা
সাইলেন্ট থিয়েটার— চট্টগ্রাম
রঙ্গন মাইম একাডেমি— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
মাইম ফেইস- নারায়ণগঞ্জ
স্বপ্নদল– ঢাকা এর মূকনাট্য ( মাইমোড্রামা ) ‘ ম্যাকবেথ ‘ স্বপ্নদল প্রযোজনা -১৮ রচনা উইলিয়াম শেক্সপিয়র কাহিনি – পুনর্বিন্যাস : জুয়েনা শবনম নির্দেশনা : জাহিদ রিপন।
এসময় মুকাভিনয় প্রদর্শন করতে শিল্পকলা একাডেমীতে ব্যাপক দর্শক সমাগম ঘটে।
আয়োজকরা জানিয়েছেন মুকাভিনয় শিল্প মানুষকে উজ্জীবিত করে। শব্দবিহীন মনের ভাষা প্রকাশ করে। সংস্কৃতি চর্চায় এমন আয়েজন প্রয়োজন। আমরা এমন আয়োজন অব্যাহত রাখবো। #