অভিনেতা জিতেন্দ্র শাস্ত্রী মারা গেছেন
বলিউডের বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র শাস্ত্রী মারা গেছেন। শনিবার (১৫ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী।ইনস্টাগ্রামে এক পোস্টে মনোজ বাজপেয়ী বলেন—‘মুম্বাইয়ে ক্যারিয়ার শুরুর দিকের বন্ধু জিতু শাস্ত্রী(জিতেন্দ্র শাস্ত্রী)। ওর মৃত্যুসংবাদ পেয়ে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। একজন শক্তিশালী অভিনেতা এবং অসাধারণ একজন মানুষ চলে গেলো।’ অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আরেকটি পোস্ট দিয়েছেন অভিনেতা সঞ্জয় মিশ্রা। তিনি বলেন, ‘জিতু ভাই, আজ আপনি থাকলে নিশ্চয় বলতেন যে, কখনো কখনো মোবাইলে নামটা রয়ে যায়। কিন্তু মানুষটা নেটওয়ার্কের বাইরে চলে যায়। আপনি এই পৃথিবী থেকে অনেক দূরে চলে গিয়েছেন। কিন্তু মনে রাখবেন, আমার মনের নেটওয়ার্কে আপনি চিরকাল থেকে যাবেন।’ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে জন্মগ্রহণ করেন জিতু। নাটক-সিনেমা মিলিয়ে প্রায় তিন দশকের ক্যারিয়ার তার। জিতু অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘মির্জাপুর’, ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘অশোকা’, ‘লজ্জা’, ‘রাজমা চাওল’ প্রভৃতি।