নারায়ণগঞ্জ  শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ | ২৫শে পৌষ, ১৪৩২ শীতকাল | ১৯শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন   |   খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া   |   নাগবাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   নারায়ণগঞ্জ আড়াইহাজার – ২ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
 প্রচ্ছদ   জেলার খবর   বক্তাবলীতে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ফেস্টুন ভাংচুরকারীদের বিচার দাবী
বিচার দাবি / বক্তাবলীতে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ফেস্টুন ভাংচুরকারীদের বিচার দাবী
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্থানীয় সাংসদ শামীম ওসমানের ছবি সম্বলিত শফিক মাহমুদের ফেস্টুন ভাংচুর ও নামিয়ে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে যুবলীগ,ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা।
নাম প্রকাশ না করে নেতাকর্মীরা জানান,শফিক মাহমুদ বিএনপি – জামায়াতের রাজনীতি করেনা।
তিনি আওয়ামী লীগের সাচ্চা নেতা। তার মরহুম পিতা সামসুজ্জোহা এমপির রাজনীতি করে এসেছেন। বক্তাবলীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে শফিক মাহমুদের পিতা একজন। পিতার পদাংক অনুসরন করে শফিক মাহমুদ বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে সভাপতি প্রার্থী। এটা দোষের কিছু নয়। শফিক মাহমুদের ফেস্টুন ব্যানার থাকতে পারে এটা স্বাভাবিক।
গত শুক্রবার স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু বলে পরিচিত সুলতানের পুত্র মোঃ জুয়েল ও বদুর পুত্র আকাশ সহ অজ্ঞাত নামা আরো ১০/১২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সংসদ সদস্য শামীম ওসমানের ছবি সম্বলিত ফেস্টুন ভাংচুর করে নামিয়ে ফেলে।
এ ঘটনায় পুরো বক্তাবলী জুড়ে তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান নেতাকর্মীরা।
সরেজমিন ঘুরে জানা যায়, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী শফিক মাহমুদ ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেশ কিছু ফেস্টুন ও ব্যানার বক্তাবলী ফেরিঘাট হতে বিভিন্ন এলাকায় সাটিয়ে দেন।
স্থানীয় দুর্বৃত্ত জুয়েল, আকাশ এর নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত শফিক মাহমুদের টানানো ফেস্টুন ভাংচুর করে ছিড়ে ফেলে এবং নামিয়ে বক্তাবলী বাজারস্থ আওয়ামী লীগের অফিসে রেখে দেয়।
এ নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
তারা নাম প্রকাশ না করে বলেন, যে বা যারা এ জঘন্য কাজ করেছে তা অত্যন্ত নিন্দনীয় ও দলের জন্য ক্ষতিকর। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে এরকম কার্যক্রম আরো ব্যাপকভাবে পরিচালিত হবে। এতে করে দলের ভিতর বিরোধ ও মনোমালিন্য বৃদ্ধি পাবে ও দল হবে ক্ষতিগ্রস্ত।
এ ব্যাপারে শফিক মাহমুদ পিন্টু বলেন, শুক্রবার ২২ সেপ্টেম্বর সকালে জুয়েলের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় জননেতা সংসদ সদস্য শামীম ওসমানের ছবি সম্বলিত ফেস্টুন ছিঁড়ে ফেলে ও বিভিন্ন জায়গায় লাগানো ফেস্টুন নামিয়ে ফেলে। আমি লোক মারফত জানতে পেরেছি। এটি একটি অত্যন্ত জঘন্যতম কাজ। যারা এ কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দল কোন ব্যবস্থা না নিলে আগামীতে এরকম কার্যক্রম বেশী করে হবে। আমি আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
আমি এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ও ফতুল্লা থানা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু জানিনা।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...