নারায়ণগঞ্জ  বুধবার | ২রা এপ্রিল, ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বসন্তকাল | ৩রা শাওয়াল, ১৪৪৬

শিরোনাম
  |   আড়াইহাজারে বিএনপির যুবদলের মধ্যে সংঘর্ষ আহত ১০   |   কাশীপুরে যুবককে গুলি করে হত্যা   |   ঈদের দিন বিএনপি অফিসে হামলা, গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম   |   যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর তৃতীয় বর্ষপূতি উদযাপন   |   আড়াইহাজারে অপরাধ নিয়ন্ত্রনে ওসির জোরালো তৎপরতা    |   বুটবল তারকা হামজা চৌধুরীর পরিবার ঘুরে গেলেন কুতুব উদ্দিন আকসিরের বাড়ি   |   ভয়াবহ অগ্নিকান্ডে কয়েল কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতির   |   নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের গুণীজন সম্মাননা অনুষ্ঠিত   |   সাংবাদিক প্রীতির সহযোগিতায় সৌদি থেকে ফিরল শায়েরার মরদেহ   |   বন্দরের যুবক সাইফুল নিখোঁজ   |   ৫০০ পিছ ইয়াবাসহ সুজন গ্রেপ্তার   |   রাজধানীতে ধর্ষণকারীকে পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা   |   প্রয়াত বিমান ভট্টাচার্য্যের পরিবারকে না’গঞ্জ প্রেস ক্লাবের পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান   |   রোহীঙ্গা সশস্ত্র সংগঠন আরসা প্রধান জুনুনী সহ ১০ জন আটক    |   গণঅভ্যুত্থানে হামলা ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী সাময়িক বহিষ্কার   |   ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবকের মরদেহ   |   আ’লীগ নেতার মুক্তির দাবীতে থানা ঘেরাও    |   লায়ন রানাকে সমর্থন দিয়ে ভোট চাইলেন অধিকাংশ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ   |   ভয় দেখিয় যুবককে বলাৎকার | মামলার আসামী সাঈদ আটক   |   বন্দর প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত 
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে
রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বেশ কিছু  মন্ডপের প্রস্তুতি সম্পন্নও হয়েছে। আসন্ন  পূজাকে ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ  উপজেলার হিন্দু ধর্মালম্বী পরিবারগুলোতে খুশির আমেজ বিরাজ করছে। এবছর রূপগঞ্জ  উপজেলায় ৫৪টি পূজা মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।  উপজেলার প্রত্যেকটি  মন্ডপের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পাড় করছেন পূজা কমিটির লোকজন ও মৃৎশিল্পীরা।   মৃৎ শিল্পীরা রাতদিন পরিশ্রম করে রংতুলির আঁচরে রাঙ্গীয়ে তুলছেন দেবী দূর্গাকে। তৈরী হচ্ছে সুদৃশ্য বিশাল বিশাল প্যান্ডেল। প্রতিটি মন্ডপেই গড়ে উঠেছে ছোট বড় আনন্দ মেলা। মেলায়  রয়েছে নাগরদোলা, ম্যাজিক নৌকা, ইলেকট্রিক ট্রেন,  বাচ্চাদের খেলনা, কসমেটিকস, চটপটি, ফুচকা, হালিমসহ বিভিন্ন প্রকার খাবারের দোকান।
আগামী ২০ অক্টোবর  ষষ্ঠি বোধনের মাধ্যমে ৫দিন ব্যাপী এ উৎসব শুরু হবে। মন্ডপ গুলোতে  নিরাপত্তার জন্য  সিসিটিভি ক্যামেরা  স্থাপন করা হয়েছে।
আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের  বিপনী বিতানগুলো রাতভর ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমজমাট। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি চলছে শারদীয় দূর্গোৎসবের শেষ প্রস্তুতি। উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া উত্তর সার্বজনীন কালী মন্দিরের সভাপতি হরি আনন্দ মন্ডল জানান, দূর্গা পুজার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের এ মন্ডপে প্রায় ২ শতাধিক হিন্দু সম্প্রদায়ের পরিবারসহ কয়েক হাজার লোক পুজা করতে আসে।
কেয়ারিয়া উত্তর পাড়া সার্বজনীন কালি মন্দিরে সাধারণ সম্পাদক অপু সরকার বলেন, আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। ইতিমধ্যে আমাদের কেয়ারিয়া উত্তর পাড়া সার্বজনীন কালি মন্দিরের প্রস্তুতি সম্পন্ন।
এখন মাকে বরণের অপেক্ষা আছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রূপগঞ্জ উপজেলা সভাপতি গনেশ চন্দ্রপাল বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এবছর এ উপজেলায় ৫৪টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। আশা করি প্রতিটি মন্ডপেই  সস্প্রীতির মধ্য দিয়ে এবারের উৎসব সফলভাবে অনুষ্ঠিত হবে।   তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানান।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আমরা উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য  বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটি মন্ডপেই পুলিশ ও আনসার নিয়োজিত করা হবে। আমরা আশা করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে এবারের শারদীয় উৎসব সার্বজনীন রূপ পাবে।
রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ বলেন, এবছর রূপগঞ্জ উপজেলায় ৫৪ টি মন্ডপে পূজা উদযাপন হবে। প্রতিটি মন্ডপকে ঘিরে ইতিমধ্যেই আমরা বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছি। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স ও কন্টোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থাও নেয়া হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

error: Content is protected !!
error: Content is protected !!