আড়াইহাজার সাংবাদিকদের সাথে নতুন ওসি আহসানউল্লাহর মত বিনিময়
শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নরায়ণগঞ্জের আড়াইহাজার থানায় সদ্য যোগদান করা ওসি আহসানউল্লাহ আড়াইহাজার থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সোমবার দুপুরে তার অফিস কক্ষে এক চা চক্রে তিনি এ মত বিনিময় করেন।
সভায় আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সংবাদদাতা মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ টুডে ও আমার সংবাদের প্রতিনিধি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের মজিবুর রহমান,যায়যায়দিনের প্রতিনিধি রফিকুল ইসলাম রানা, সমকালের সফুরউদ্দীন প্রভাত, ভোরের দর্পনের জাকির হোসেন , আমাদের সময়ের শাহজাহান মিয়া, দেশরূপান্তরের জিয়াউর রহমান,
দৈনিক জনতার হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশের খবরের বাদল আহাম্মেদ, দেশের আলোর মনিরুজ্জামান সরকার, বিজয় টিভির মোস্তফা কামাল, , বাংলাদেশ বুলেটিনের সোলাইমান হাসান, সাপ্তাহিক আমাদের আড়াইহজারের জাইদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নতুন ওসি তার দায়ীত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের আইন ও নৈতিকতার মাধ্যমে সার্বিক সহযোগিতা কামনা করেন। #