কমিটি ঘোষনা / এনায়েতনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন


ফতুল্লা প্রতিবেদকঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এনায়েতনগর ইউনিয়নের ত্রি- বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আলোচনা সভা ৩ নভেম্বর শুক্রবার বিকালে ফতুল্লা ধর্মগঞ্জ পাকাপুল শ্রী সত্যগোপাল জিউ বিগ্রহ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এনায়েতনগর ইউনিয়নের আহবায়ক শ্রী স্বপন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব শ্রী সুরেন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি শ্রী প্রদীপ কুমার দাস, প্রধান বক্তা হিসেবে আলোচক হিসেবে আলোচনা করেন সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডল, সম্মেলন উদ্বোধন করেন যুগ্ম সম্পাদক শ্রী প্রদীপ কুমার দাস।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক শ্রী অশোক সরকার, প্রচার সম্পাদক শ্রী রতন মন্ডল, সহ- অর্থ সম্পাদক শ্রী অর্জুন দাস, পেশাজীবি সম্পাদক শ্রী সাংবাদিক রণজিৎ মোদক, শিক্ষা সম্পাদক শ্রী গোবিন্দ চন্দ্র দাস, সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী পপ্রীপ মন্ডল, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রাজিব তালুকদার, শ্রী শ্রী সত্য গোপাল জিউ বিগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী মুকুল চন্দ্র মন্ডল।
সভায় সবার সর্ব সম্মতিক্রমে শ্রী স্বপন সরকারকে সভাপতি, শ্রী সুরেন মন্ডলকে সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ দাসকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট এনায়েতনগর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। #0