নারায়ণগঞ্জ  বুধবার | ২রা এপ্রিল, ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বসন্তকাল | ৩রা শাওয়াল, ১৪৪৬

শিরোনাম
  |   আড়াইহাজারে বিএনপির যুবদলের মধ্যে সংঘর্ষ আহত ১০   |   কাশীপুরে যুবককে গুলি করে হত্যা   |   ঈদের দিন বিএনপি অফিসে হামলা, গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম   |   যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর তৃতীয় বর্ষপূতি উদযাপন   |   আড়াইহাজারে অপরাধ নিয়ন্ত্রনে ওসির জোরালো তৎপরতা    |   বুটবল তারকা হামজা চৌধুরীর পরিবার ঘুরে গেলেন কুতুব উদ্দিন আকসিরের বাড়ি   |   ভয়াবহ অগ্নিকান্ডে কয়েল কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতির   |   নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের গুণীজন সম্মাননা অনুষ্ঠিত   |   সাংবাদিক প্রীতির সহযোগিতায় সৌদি থেকে ফিরল শায়েরার মরদেহ   |   বন্দরের যুবক সাইফুল নিখোঁজ   |   ৫০০ পিছ ইয়াবাসহ সুজন গ্রেপ্তার   |   রাজধানীতে ধর্ষণকারীকে পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা   |   প্রয়াত বিমান ভট্টাচার্য্যের পরিবারকে না’গঞ্জ প্রেস ক্লাবের পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান   |   রোহীঙ্গা সশস্ত্র সংগঠন আরসা প্রধান জুনুনী সহ ১০ জন আটক    |   গণঅভ্যুত্থানে হামলা ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী সাময়িক বহিষ্কার   |   ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবকের মরদেহ   |   আ’লীগ নেতার মুক্তির দাবীতে থানা ঘেরাও    |   লায়ন রানাকে সমর্থন দিয়ে ভোট চাইলেন অধিকাংশ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ   |   ভয় দেখিয় যুবককে বলাৎকার | মামলার আসামী সাঈদ আটক   |   বন্দর প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত 
 প্রচ্ছদ   জেলার খবর   জাকির হত্যায় ২ আসামী আদালতে  জবানবন্দী প্রদান
জাকির হত্যায় ২ আসামী আদালতে  জবানবন্দী প্রদান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে জাকির হোসেন (১৯) হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। গত সোমবার (১১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুদূর  বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার প্রাদিশিবপুর এলাকা ও বন্দর থানার আকিজ সিমেন্ট ফ্যাক্টরী সামনে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার আজিজুল মিয়ার ছেলে শাহীন (১৯) ও কুমিল্লা জেলার তিতাস থানার ঘালিলাবাদ এলাকার হরিপদ চন্দ্র  ধরের ছেলে সুমন চন্দ্র ধর (২৪)। এদিকে বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ধৃত আসামী শাহীনের দেওয়া তথ্য ভিত্তিতে  বন্দর ফাঁড়ি পুলিশ হত্যাকান্ডের স্থান থেকে  ১টি রক্তমাখা ধারালো চাকু ও চোরাইকৃত মিশুকগাড়ী ব্যাটারী বিক্রি নগদ ২৯’শ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ ধৃতদের বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে, ১৬৪ ধারায়  জবানবন্দী প্রদানের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমলি আদালত-৬ এ প্রেরণ করছে।  এর আগে গত বুধবার (৬ ডিসেম্বর)  বিকেল ৫ টায় বন্দর থানার কদম রসুল কলেজ মাঠপাড়া  এলাকা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়। নিহত জাকির হোসেন লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিগলটারি গ্রামের দিনমজুর আলম বাদশা মিয়ার ছেলে।

বর্তমানে তারা বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিয়ার ভাড়াটিয়া বলে জানাগেছে।এ ব্যাপারে গত সোমবার (১১ ডিসেম্বর)  রাতে নিহতের পিতা আলম বাদশা বাদী হয়েবন্দরে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১১(১২)২৩। এর আগে গত বুধবার (৬ ডিসেম্বর)  বিকেল ৫ টায় উল্লেখিত এলাকা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়।

এলাকাবাসী জানিয়েছে, গত সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী মহনপুর কবরস্থান সংলগ্ন একটি জমিতে অজ্ঞাত নামা লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে সংবাদ দেয়। পরে খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি  পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, গ্রেপ্তারকৃত শাহীন ও সুমন চন্দ্র ধর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট   আদালত হত্যার দায় স্বিকার করে জবানবন্দি প্রদান করছে। সে সাথে পলাতক আসামী সিয়ামকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামী শাহীনের দেখানো মতে হত্যাকান্ডেরস্থান থেকে ধারালো চাকু ও শাহীনের কাছ থেকে ব্যাটারী বিক্রি ১৭’শ টাকা ও সুমন চন্দ্র ধরের কাছ থেকে ১২’শ টাকা উদ্ধার করতে সক্ষম হই।

উল্লেখ্য , গত ২ মাস পূর্বে জাকির হোসেন তাদের গ্রামের বাড়ি থেকে বন্দরে কদম রসুল মাঠপাড়া এলাকায় তার পিতার ভাড়াটিয়া বাড়িতে বেড়ােত আসে। এর ধারাবাহিকতয় গত বুধবার বিকেল ৫টায় জাকির হোসেন নামে এক যুবক জীবিকার তাগিদে  তার পিতার মিশুক নিয়ে কাজের উদ্দেশ্যে  বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। তার ব্যবহারকৃত ০১৭৭২০৫০৮৬৬ ও ০১৯৬১৭১১০৩৭ নাম্বার মোবাইল ফোন দুইটি বন্ধ পাওয়া যায়। অনেক স্থানে খোজাখুজি করে নিখোঁজ যুবকের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে নিখোঁজের পিতা আলম বাদশা গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছে।  যার জিডিনং- ৩৫৬ তাং ৭-১২-২৩ইং। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

error: Content is protected !!
error: Content is protected !!