শিরোনাম
কাশিপুরে একটি ভবনের বিস্ফোরণের আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের গ্যাসলাইন লিকেজের আগুনে বিস্ফোরণ নারী সহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। রাত একটায় কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় এঘটনায় ঘটে। দগ্ধরা হলঃ সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ও ছেলে নবী হোসেন, আলী মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে পরিবারের সকলে গ্রামের বাড়িতে যান। আজ রাতে তারা ভাড়া বাসায় ফিরে রান্না ঘরে চুলা জ্বালাতে গেলে গ্যাসলাইন লিকেজে রুমে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণ হয়। এতে ঘরের ভেতর থাকা নারী সহ চারজন দগ্ধ হয়।
তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন এন্ড সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়। #