নারায়ণগঞ্জ  রবিবার | ১১ই জানুয়ারি, ২০২৬ | ২৭শে পৌষ, ১৪৩২ শীতকাল | ২১শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   এক হাজার শীতার্ত মানুষের মাঝে বিভা হাসানের শীতবস্ত্র বিতরণ   |   ব্যাবসায় সমস্যা ও উত্তরণের পন্থা মতবিনিময় সভা অনুষ্ঠিত    |   তথ্য গোপন করায় মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে আপিল করলেন গিয়াসউদ্দিন   |   বন্দরে পূর্বশত্রুতায় তাওহীদ নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫   |   কলাগাছিয়ায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া   |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া
 প্রচ্ছদ   লীড নিউজ   ফতুল্লা ইউপির উপনির্বাচনে প্রার্থী একাধিক | আলোচনায় ৩
নির্বাচন / ফতুল্লা ইউপির উপনির্বাচনে প্রার্থী একাধিক | আলোচনায় ৩
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের মৃত্যুতে চেয়ারম্যান পদে শূন্য আসনে নির্বাচনী তফসীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তফসীল অনুযায়ী আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। শূন্য ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান হওয়ার দৌড়ে আওয়ামীলীগের একাধিক প্রার্থীর নাম আলোচনায় উঠে এসেছে। ক্ষমতাসীনদল ছাড়াও দলের বাইরে থেকেও নির্বাচনে অংশ নেয়ার প্রস্ততি নিচ্ছে একাধিক ব্যক্তি। ইতোমধ্যে বেশ কয়েকজনের নাম বেশ আলোচিত হচ্ছে। তবে ফতুল্লা ইউনিয়নবাসী স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন ক্লিন ইমেজের, জনবান্ধব এবং গ্রহণযোগ্য ব্যাক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাচ্ছেন।

এবারের উপনির্বাচনে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। এদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম,ছাত্রলীগের সভাপতি আবু মো.শরীফুল হক,থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার কাজী মাঈন উদ্দিন, যুবলীগ নেতা আজমত আলীসহ অনেক প্রার্থী।

এদের মধ্যে মীর সোহেল আলী ও কাজী মাঈন উদ্দিন একজন ক্লিন ইমেজের মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। ইউনিয়নবাসীর কাছে তার বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। আলোচিত প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর কাছে মীর সোহেল অতীতেও চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। দলমত নির্বিশেষে তিনি অধিকাংশের পছন্দের ব্যক্তি। এছাড়া চেয়ারম্যান হিসেবে কাজী মাঈন উদ্দিন এবং আজমত আলীও রয়েছেন ফতুল্লাবাসীর পছন্দের তালিকায়।

অন্যদিকে ফয়জুল ইসলামের বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা, ঝুট ব্যবসাসহ মানুষের সাথে দুর্ব্যবহারের অভিযোগ। তবে যুবলীগ নেতা আজম আলী দলীয় কোনো পদে না থাকলেও দলের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করে বেশ আলোচিত হয়ে উঠেছেন। দলের নেতাকর্মী ছাড়াও সমাজের সাধারণ মানুষের সাথে তার গভীর সখ্যতা রয়েছে।

 

অন্যান্য প্রার্থীদের মধ্যে কয়েকজন রয়েছেন যাদের বিরুদ্ধে মাদক বিক্রেতা মদদের অভিযোগ রয়েছে পুরো ইউনিয়ন বাসীর কাছে। মাদক বিক্রেতাদের ছবি সম্বলিত ব্যানার ও ফেষ্টুনে রয়েছে পুরো ইউনিয়নের অনেকাংশে। এছাড়াও হাট-বাজারসহ বিভিন্ন সরকারী জমির উপরও দোকান বসিয়ে অনৈতিকভাবে অর্থ উপার্জনেরও অভিযোগ রয়েছে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে। আর এবারের শূন্য আসনে উপনির্বাচনে সাধারন ভোটারদের দৃষ্টি শুধুমাত্র ক্লিন ইমেজের প্রার্থীদের প্রতি। তবে আলোচনায় তিন প্রার্থী থাকলেও ভোটারদের পছন্দের তালিকা রয়েছেন মীর সোহেল আলী। তিনি কর্মীবান্ধবের পাশাপাশি সাধারন মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা।

সাধারন ভোটারদের দাবী, আমরা চাই ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনটি আমরা চাই হস্তক্ষেপবিহীন একটি সুষ্ঠ নির্বাচন। যেখানে আমরা আমাদের মনমতো একজন প্রার্থীকে মুল্যবান ভোটের মাধ্যমে আগামী দিনের জন্য আমাদের অভিভাবক হিসেবে নির্বাচিত করবো। যার মাধ্যমে আমরা আমাদেও সকল সমস্যা সমাধান করবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...