রাতের আধারে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের অভিযানে বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ফতুল্লায় রাতের আধারে চুরি করে অবৈধ গ্যাস সংযোগ দেয়া নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়েছে।
শনিবার (১৭ই ফেব্রæয়ারি) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নয়ামাটি উঁচাপাড়া এলাকায় সরকারি সম্পদ তিতাস গ্যাস লাইন চুরির ঘটনায় এ উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়।
এসময় স্থানীয় সংবাদকর্মীদের জানান স্থানীয় বাসিন্দারা,পরে সংবাদকর্মীরা উপস্থিত হয়ে তিতাস ডিস্টিবিউশন ফতুল্লা জোন এর ম্যানেজার মশিউর রহমানকে জানালে পরক্ষণেই আড়াইশ ফিট ও দুইশ ফিট লম্বা পাইপ দিয়ে দেয়া অবৈধ সংযোগ দুটি বিচ্ছিন্ন করে তিতাস।
স্থানীয়রা জানান পাগলা চিতাশাল এলাকার গ্যাস চোর মিজান ওরফে কুত্তা মিজান ও রসূলপুর এলাকার গ্যাস চোর সিন্ডিকেটের মূল হোতা গিয়াস উদ্দিন মোটা অংকের টাকার বিনিময়ে ১৬ ই ফেব্রæয়ারি শুক্রবার গভীর রাতে যখন সবাই ঘুমন্ত থাকা অবস্থায় চুরি করে অবৈধ ভাবে গ্যাস সংযোগ দুটি দেয়।
রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাওয়া গ্যাস চোর সিন্ডিকেটের মূল হোতা গিয়াস উদ্দিন ও মিজান তিতাসের কিছু অসাধকর্মকর্তার যুগ সাজু সে দীর্ঘদিন যাবৎ হরহামেশাই এভাবে রাতের আঁধারে দিয়ে যাচ্ছে অবৈধ গ্যাস সংযোগ। একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ গ্রাহকরা। বৈধ গ্যাস সংযোগ থাকার পরেও এলপি গ্যাসের মাধ্যমে রান্না করে খেতে হচ্ছে গ্যাস না পাওয়ার কারণে এমনটিই জানিয়েছেন স্থানীয়রা। #