গণপিটুনিতে নিহত সকলে পেশাদার ডাকাত | দল প্রধানের বিরুদ্ধে ৮ টি ডাকাতির মামলা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুরের বাগরী এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে গ্রামবাসীর গনপিটুনিতে ডাকাত দলের চার সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। পুলিশ জানিয়েছেন গণপিটুনিতে নিহতরা সকলে পেশাদার ডাকাত সদস্য। নিহত ৪ জনের মধ্যে দুই পরিচয় সনাক্ত করা হয়েছে। এর মধ্যে এ ডাকাত দলের দল প্রধান নিহত জাকির হোসেনের বিরুদ্ধে ৮ টি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় ১৬৪ জবানবন্দীতে ডাকাতি সাথে সরাসরি সম্পৃক্ত জাকির হেসেনের নাম এসেছে। এ ঘটনায় পুলিশ মামলা নিয়ে এ ঘটনা আরো অধিক তদন্ত করবেন বলে পুলিশ সুপার জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত একটার দিকে বাগরী গ্রামের বিলে পাড়ে আট থেকে দশ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্য অবস্থা নেয়। এসময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে ছুটে গিয়ে গ্রামবাসীকে খবর দেয়। পরে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ডাকাতদের ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলেই মারা যায় । অন্যরা পালিয়ে বিলে ঝাঁপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও দুই ডাকাত দলের সদস্যকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ ও দুইজনকে আহতবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকায় হাসপাতালে চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে। এদিকে সকালে বিল থেকে আরো দুই ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারগোলাম মোস্তাফা রাসেল জানিয়েছেন জানান,নিহত তিনজনের মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত ডাকাত দলের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগরী গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় সোমবার সোনারগাঁ থানায় মামলা হবে বলে জানান তিনি। প্রাথমিক ভাবে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে নিহতরা সকলে পেশাদার তাকাত দলের সদস্য। এখনো নিহত দুইজনের পরিচয় সনাক্ত হয়নি। #