ঈদে ঘরমুখো ৮০০ যাত্রী নিয়ে মেঘনায় লঞ্চ বিকল
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ঈদে ঘরমুখো প্রায় ৮০০ যাত্রী নিয়ে মুন্সিগঞ্জে মেঘনা নদীতে একটি লঞ্চ বিকল হয়ে পড়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি বরিশালের উদ্দেশে যাচ্ছিল।সোমবার দিবাগত রাত ১০টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনি এলাকায় বিকল হলে লঞ্চটি নোঙর করে।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
মঙ্গলবার ভোররাতে তিনি বলেন, ‘বরিশালগামী আল-সাফিন সাত্তার খান-১ নামে লঞ্চটি প্রায় ৮০০ যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে আসে।
গজারিয়ায় এসে লঞ্চটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে যাত্রীদের কোনো সমস্যা হয়নি।’
তিনি বলেন, ‘ওই কোম্পানির আরেকটি লঞ্চ ঢাকা থেকে রওনা হয়েছে। লঞ্চটি পৌঁছালে যাত্রীদের নিয়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। ততক্ষণ পর্যন্ত যাত্রীদের নিরাপত্তা দেবো।#