বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ১ নং বাবুরাইল লেক সংলগ্ন খেলার মাঠ ( সাবকে রেলওয়ের ডাম্পিং জমি) খেলার মাঠটি অবৈধ দখল কারা ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থাগ্রহনের জন্য জেলা পুলিস সুপারের বরাবর অভিযোগ করা হয়েছে। একই অভিযোগপত্রের অনুলিপি জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র বরাবর প্রদান করা হয়েছে। বুধবার ১৫ মে দুপুরে ১ নং বাবুরাইল মাঠ রক্ষা কমিটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত ভাবে এ অভিযোগ করেন। এসময় পুলিশ সুপার মাঠ রক্ষা কমিটির নেতৃবৃন্দ সাথে আলোচনা করেন এবং এ বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন।
এসময় ১ নং বাবুরাইল মাঠ রক্ষা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ , ১৭ , ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা,
কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আদালতের সাবেক পি পি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান, কমিটির প্রধান উপদেষ্টা ও আমরা নারায়ণগঞ্জবাসি সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা হাজ্বী নূর উদ্দিন,
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডঃ এবি সিদ্দিক, নাগরিক কমিটির সহ সভাপতি ও কমিটির উপদেষ্টা সানোয়ার তালুকদার, কমিটির অর্থ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিথ ছিলেন।
অভিযোগ পত্রটি হুবহুব তুলে ধরা হলো ——–
বিষয় : ১ নং বাবুরাইল খেলার মাঠ অবৈধভাবে দখলের পায়তারা প্রসঙ্গে
জনাব সবিনয় নিবেদন এই যে , আমরা নিম্নস্বাক্ষরকারীগন মাঠ রক্ষা কমিটির সভাপতি আফসানা আফরোজ বিভা ( সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৬ , ১৭ , ১৮ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ) ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান ( সাবেক পি পি নারায়ণগঞ্জ জেলা আদালত ) , ১ নং বাবুরাইল লেক সংলগ্ন রেলওয়ের উন্মুক্ত জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে । বেশকিছুদিন যাবৎ উক্ত খেলার মাঠটি অবৈধভাবে দখল করার জন্য গুটি কয়েক মালিক নামধারী অসাধু ভূমিখেকোরা বিভিন্ন পন্থায় পায়তারা করছে । তাদের মধ্যে খোকন , পিতা : মৃত সিরাজুল ইসলাম , সাং- আমহাট্টা জন্মার পাড় , ১৭ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ অন্যতম । খোকন রাতের অন্ধকারে জায়গা দখল করে ইটের গাথনি দিয়ে জায়গা দখল করে আসছে । আমরা লোক মারফতে তাকে একাধিকবার বাধা প্রদান করেছি কিন্তু তারপরেও সে গোপনে গোপনে চতুর্দিকে টিনের বেড়া দিয়ে রুম নির্মাণ কাজ চলমান রেখেছে । তার গ্রহন কর্মকাণ্ডে মাঠ কমিটি বিব্রত অবস্থায় আছে । তার গোড়ামির কারনে যেকোন সময় যেকোন অনাকাঙ্খিত দুর্ঘটনা বা রক্তক্ষয়ি সংঘর্ষ ঘটতে পারে । অতএব মহোদয়ের নিকট বিশেষ আরজ এই যে , সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অবৈধ দখল রোধকল্পে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সামাজিক অস্থিরতারোধে আপনার সুদৃষ্টি কার্যকরি ব্যবস্থা গ্রহনের জন্য পদক্ষেপ কামনা করছি ।
অনুলিপি মাননীয় মেয়র কার্যকরি ব্যবস্থা গ্রহনের নিমিত্তে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
( ২ ) জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জেলা।
স্বাক্ষর—-
নিম্নস্বাক্ষরকারীগন মাঠ রক্ষা কমিটির সভাপতি আফসানা আফরোজ বিভা ( সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৬ , ১৭ , ১৮ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ) ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান, সাবেক পি পি নারায়ণগঞ্জ জেলা আদালত। #