নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ৩রা এপ্রিল, ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩১ বসন্তকাল | ৪ঠা শাওয়াল, ১৪৪৬

শিরোনাম
  |   সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুনে ১৪ দোকান পুড়ে ছাঁই   |   আড়াইহাজারে বিএনপির যুবদলের মধ্যে সংঘর্ষ আহত ১০   |   কাশীপুরে যুবককে গুলি করে হত্যা   |   ঈদের দিন বিএনপি অফিসে হামলা, গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম   |   যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর তৃতীয় বর্ষপূতি উদযাপন   |   আড়াইহাজারে অপরাধ নিয়ন্ত্রনে ওসির জোরালো তৎপরতা    |   বুটবল তারকা হামজা চৌধুরীর পরিবার ঘুরে গেলেন কুতুব উদ্দিন আকসিরের বাড়ি   |   ভয়াবহ অগ্নিকান্ডে কয়েল কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতির   |   নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের গুণীজন সম্মাননা অনুষ্ঠিত   |   সাংবাদিক প্রীতির সহযোগিতায় সৌদি থেকে ফিরল শায়েরার মরদেহ   |   বন্দরের যুবক সাইফুল নিখোঁজ   |   ৫০০ পিছ ইয়াবাসহ সুজন গ্রেপ্তার   |   রাজধানীতে ধর্ষণকারীকে পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা   |   প্রয়াত বিমান ভট্টাচার্য্যের পরিবারকে না’গঞ্জ প্রেস ক্লাবের পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান   |   রোহীঙ্গা সশস্ত্র সংগঠন আরসা প্রধান জুনুনী সহ ১০ জন আটক    |   গণঅভ্যুত্থানে হামলা ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী সাময়িক বহিষ্কার   |   ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবকের মরদেহ   |   আ’লীগ নেতার মুক্তির দাবীতে থানা ঘেরাও    |   লায়ন রানাকে সমর্থন দিয়ে ভোট চাইলেন অধিকাংশ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ   |   ভয় দেখিয় যুবককে বলাৎকার | মামলার আসামী সাঈদ আটক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   খেলার মাঠ দখলকারীদের এনসিসি’র পার্মিশন নিয়ে কাজ করার নির্দেশ দিল পুলিশ
খেলার মাঠ দখলকারীদের এনসিসি’র পার্মিশন নিয়ে কাজ করার নির্দেশ দিল পুলিশ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ১ নং বাবুরাইল খেলার মাঠ বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক প্যানেল মেয়র নারী কাউন্সিলর ভিবা হাসান সহ কমিটির অন্যান্য সদস্যদের জড়িয়ে ভূমি দস্যুরা অপপ্রচার শুরু করেছে। সম্প্রতি কাউন্সিল বিভা হাসানের নাম ভাঙ্গিয়ে জমি দখলের চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ করে এই কমিটির সদস্য দুলু, লিমন ও লিখনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে ভূমি দস্যু মাঠ দখলদাররা। এ বিষয়ে ১ নং বাবুরাইল খেলার মাঠ বাস্তবায়ন কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, যতই অপপ্রচার চালানো হোক মাঠ রক্ষা আন্দোলন ঠেকানো যাবে না। এখানে মাঠের জমি দখলদারদের উচ্ছেদ করে খেলার মাঠ বাস্তাবয়ন করবেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
রেলওয়ের এই জমিতে খেলার মাঠ করা হবে বলে ঘোষনা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। পাশাপাশি করো জমির সঠিক কাগজপত্র থাকলে সে জমি তিনগুন টাকা দিয়ে একোয়ার করা হবে বলেও ঘোষনা দেন মেয়র। এর পর থেকে জমি দখলকারীরা রাতের আধারে বালু ফেলে ইটবালি দিয়ে মাঠের জমি দখল করে আসছে। নাম মাত্র দরে এই দখলি জমি বিক্রি করছে।  এ অবৈধ দখলের কাজ ঠেকাতে ১ নং বাবুরাইল খেলার মাঠ বাস্তবায়ন কমিটির ঘোষনা দিয়ে মাঠে নামের। এ অবৈধ জমি দখলে বাধা দেওয়ায় জমি দখলদাররা মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
খেলা মাঠ রক্ষা কমিটি অবৈধ জমি দখলের বিষয়ে সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে লিখিত অভিযোগ জানানো হয়। এর পর নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ দখলদারদের জমির কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলে।
পরে বাবুরাইলের খেলার মাঠের কিছু জমির মালিকানাদাবিদার কিছু কাগজপত্র নিয়ে থানায় আসলে তাদের সিটি কর্পোরেশনের পার্মিশন নিয়ে নির্মান কাজ করার নির্শেদ দিয়েছে পুলিশ।
মাঠ রক্ষা কমিটি নেতৃবন্দরা অভিযোগ করেছেন, দখলদারদের যদি বৈধ জমির কাগজপত্র থাকে তাহলে প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে বিষয়টি অবগত করুক। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন তিনগুন দিয়ে তাদের জমি একোয়ার করবে। এখানে দখল প্রতিহতের কোন প্রয়োজন হবে না। আর সরকার কোন জমি একোয়ার করতে চাইলে যে কেউ জমি দিতে বাধ্য থাকবে এটা আইনের কথা।
আসলে খেলার মাঠ দখলকারীরা ভীত হয়ে নানা কৌশলে মাঠে জমি দখলে রাখার চেষ্টা চালাচ্ছে।
আর এর কৌশল হিসেকে আন্দোলন কমিটি সাথে যুক্ত সাধারন মানুষ থেকে শুরু করে কমিটি সদস্যদের মিথ্যা অভিযোগ এনে পেন্ডিং মানলা সহ  জমি দখলে নামে সন্ত্রাসী বানানো চেষ্টা করে অপপ্রচার চালানো হচ্ছে। এতে করে কোন সুফল পাবে না খেলার মাঠ দখলকারীরা। খেলার মাঠের জমি তাদের দখল ছাড়তে হবেই।
এ বিষয়ে ১ নং বাবুরাইল খেলার মাঠ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা ও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী  উদ্দিন আহমেদ বলেছেন, যদি কেউ জমির প্রকৃত মালিক হোন তাহলে সিটি কর্পোরেশনকে কাগজপত্র দেখাক। সিটি কর্পোরেশন জমি ক্রয় করে মাঠ করবে। এ বিষটি নিয়ে অপপ্রচার করে মাঠ রক্ষা আন্দোলন থামানো যাবে না।
এ বিষয়ে ১ নং বাবুরাইল খেলার মাঠ বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক প্যানেল মেয়র নারী কাউন্সিলর ভিবা হাসান বলেছেন, এখনো মাঠের জমি দখলকারিরা বৈধ কাগজ দেখাতে পারেনি।
জমি দখলে রাখার জন্য অপপ্রচার চালিয়ে মাঠ রক্ষা কমিটির সদস্যদের জমি দখলের সন্ত্রাসী বলে প্রচার করছে দখলকারিরা। এ অপকৌশল কোন কাজে আসবে না। এখানে সিটি কর্পোরেশন মাঠ নির্মান করবে এবং অবৈধ দখলদারদের জমি ছাড়তে হবে। এ দাবি বৃহত্তর দেওভোগ বাবুরাইল জল্লারপাড়া পাইকপাড়া এলাকার মানুষের দাবি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি শাহাদাত হোসেন নারায়ণগঞ্জের খবর ডটকমকে জানিয়েছেন, বাবুরাইলের খেলার মাঠের কিছু জমির মালিকানাদাবিদার তাদের সিটি কর্পোরেশনের পার্মিশন নিয়ে নির্মান কাজের নির্শেদ দিয়েছে পুলিশ। সিটি কর্পোরেশন যেহেতু খেলার মাঠ ঘোষনা করেছে এবং বৈধ জমি একোয়ার করারও ঘোষনা দিয়েছে তাই সিটি কর্পোরেশনের পার্মিশন ছাড়া কোন কাজ না করার জন্য তাদের বলা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!