নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   মহানগর   হামলার প্রতিবাদে গণমিছিল স্মারকলিপি প্রদান, টিপুর পদত্যাগের দাবি শ্লোগান
স্মারকলিপি / হামলার প্রতিবাদে গণমিছিল স্মারকলিপি প্রদান, টিপুর পদত্যাগের দাবি শ্লোগান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সনির উপর হামলার ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের প্রতিবাদে গণমিছিল ও স্মারকলিপি প্রধান করা হয়।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে শহরের মিশন পাড়া এলাকা থেকে তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এরপর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপির প্রদান করেন তারা।
এ  সময় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর পদত্যাগ দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
স্মারকলিপিটি হুবহু তুলে ধরা হলো: এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ ইভান হোসেন(৩২), পিতা-মৃত সবর চাঁন, সাং-আমলাপাড়া গালর্স স্কুল সংলগ্ন, থানা ও জেলা-নারায়ণগঞ্জ থানায় হাজির হইয়া এই মর্মে বিবাদী ১। হোসেন(৬০), পিতা-অজ্ঞাত, ২। মুন্না(৩২), পিতা-হানিফ, ৩। আরিফ(৩২), পিতা- হোসেন, সর্ব সাং-আমলাপাড়া গালর্স স্কুল সংলগ্ন, ৪। আমিন(৪০), মাতা-সুফিয়া, ৫। সুমন(৩৫), পিতা-কালু মিয়া, ৬। হীরা(৪৫), পিতা-মোঃ বাদশা, ৭! সুজন(২৮), পিতা-কালু, ৮। তানভীর(৩৫), পিতা-মোঃ বাদশা, ৯। রানা(৪০), পিতা-রাজু, সর্ব সাং- আমলাপাড়া মাদ্রাসা, সর্ব থানা ও জেলা-নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, উপরোক্ত বিবাদীগণ বর্তমান সময়ে বিভিন্ন জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান দখল সহ বিভিন্ন জায়গায় চাঁদা আদায়ের লক্ষ্যে সংজ্ঞবদ্ধ হচ্ছে এবং সেই সুবাধে আমাকে তাহাদের সহিত থাকার জন্য বলিলে আমি রাজি না হওয়ায় বিবাদগণ গত কয়েকদিন যাবত আমার সহিত খারাপ আচরণ সহ বিভিন্ন হুমকি ধমকি প্রদান করিতে থাকা অবস্থায় গত ২৪/০৮/2024ইং দুপুর বাড়ির সম্মুখে রাস্তায় অনুমান দুপুর ২টায় কথা কাটাকাটি শুরু হলে বিবাদীগণ উত্তেজিত হইয়া আমাকে এলোপাথারী মারধর শুরু করিলে আমি প্রান বাঁচাতে দৌড়ে উপরোক্ত একই ঠিকানার আমার বড় ভাইয়ের ঘরের ভিতরে চলে যাই। বিবাদীগণ দৌড়ে এসে বিবাদীগণের সাথে থাকা বড় ছুড়ি, চাপাটি, ক্রিজ, লোহার রড় সহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ঘরের দরজা কুপিয়ে ভেঙে জোড়পূর্বক ঘরের ভিতরে প্রবেশ করে ১, ২, ৩ ও ৫নং বিবাদীগণ তাহাদের হাতে থাকা দাড়ালো ছুড়ি চাপাটি ও ক্রিজের আঘাত করতে করতে আমার সারা শরীর রক্তাক্ত করে ঘরের ভিতরে মাটিতে ফেলে এবং অন্যান্য বিবাদীগণ এলোপাথারী মারধর করতে থাকে এতে আমি জ্ঞান হারিয়ে ফেলিলে বিবাদীগণ আমাকে মৃত ভেবে ভাইয়ের ঘরের আসবাবপত্র ভাংচুর শুরু করে। আমার ভাই ভাবী বিবাদীগণকে থামানো চেষ্টা করায় ১নং বিবাদী আমার ভাবী লিলি(২০) কে মারধর করে এবং গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন ২নং বিবাদী ছিনিয়ে নিয়ে যায়।
ভাইয়ের পরিবারের সকল কিছু কুপিয়ে আঘাত করতে করতে ভেঙ্গে ব্যবহার অনুপযোগী করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে আমার পরিবারের সকলের ডাক চিৎকারে আশেপাশের সকলে এগিয়ে এসে আমাকে দ্রুত খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট নিয়ে চিকিৎসা করায়। বিবাদীগণের মারধরে আমার ডান হাতের মধ্যমা আঙ্গুলের ২টি রগ কেটে যেয়ে সম্পূর্ন ডান হাতে ক্ষতবিক্ষত হয় এবং বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয় এবং আমার দুটি পায়ের সহ শরীরের ভিবিন্ন অংশে ক্ষতবিক্ষত হয়ে রক্ত ক্ষরন হয় এবং মাথার বিভিন্ন অংশে নীলাফুলা জখম হয়। বিবাদীগণ অত্যান্ত খারাপ প্রকৃতির লোক, তারা যে কোন সময় আমাকে সহ আমার পরিবারের লোকজনের বড় ধরনের ক্ষতি করিবে বলে আশঙ্কা করিতেছি। এমতাবস্থায় কোন উপায়ান্ত না পাইয়া জানমালের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় আইনগত সহযোগীতার জন্য বিষয়টি আপনার থানায় লিখিত অভিযোগ দায়ের করিলাম । অতএব, মহোদয় উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সদয় মর্জি হয় । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...