নারায়ণগঞ্জ  শনিবার | ১০ই জানুয়ারি, ২০২৬ | ২৬শে পৌষ, ১৪৩২ শীতকাল | ২০শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   বন্দরে পূর্বশত্রুতায় তাওহীদ নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫   |   কলাগাছিয়ায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া   |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ গ্রাজুয়েট্স এসোসিয়েশন গণঅভ্যুত্থান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 
মতবিনিময় সভা / নারায়ণগঞ্জ গ্রাজুয়েট্স এসোসিয়েশন গণঅভ্যুত্থান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ গ্রাজুয়েট্স এসোসিয়েশন (এনজিএ) গণঅভ্যুত্থান ২০২৪ উত্তর প্রত্যাশিত বাংলাদেশ প্রেক্ষিত নারায়ণগঞ্জ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত গণঅভ্যুত্থান ২০২৪ জাতিকে ভিন্নমাত্রার পরিচিতি দিয়েছে। স্বৈরাচারের বিদায় মহান স্রষ্টায় বিশ্বাসী, দক্ষ-অভিজ্ঞ-দায়িত্বশীল নেতৃত্ব সৃজনের সুযোগ দিয়েছে।

আমরা চাই নৈতিকতাবোধ সম্পন্ন, দক্ষ, মেধাবী এবং দায়িত্বশীল নেতৃত্ব, যার মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে সুস্থ-সবল জননিরাপদ আলোকিত বাংলাদেশ।
শিল্প ও বন্দরনগরী নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়াস্থ বিকেএমইএ সভাকক্ষে নারায়ণগঞ্জ গ্রাজুয়েট্স এসোসিয়েশন (এনজিএ) আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ উত্তর প্রত্যাশিত বাংলাদেশ : প্রেক্ষিত নারায়ণগঞ্জ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
২ নভেম্বর ২০২৪, শনিবার বিকাল ৪টায় তাহমিনা হোসেন মুন্নীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন এনজিএ এর সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা আহবায়ক মঈন আহসান। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক এবং পেশাজীবি সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
এতে নারায়ণগঞ্জের কৃতিসন্তান বিনিয়োগ বোর্ডের প্রাক্তন পরিচালক এম. এ. মতিন বলেন বৈষম্যহীন সমাজ বিনির্মাণে প্রয়োজন সততা, ন্যায়নিষ্ঠা, দায়িত্বশীলতা এই তিনটি গুণাবলী অর্জিত না হলে রাষ্ট্র সংস্কার নিরর্থক হবে। অদক্ষ, অযোগ্য, মেধাশূন্য, দুর্নীতিপরায়ন ব্যক্তি ও গোষ্ঠী পুণর্বার যদি পুণর্বাসিত হয় জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে।
নরসিংদী রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কাশেম বলেন আমরা প্রত্যাশী ন্যায় বিচারের। সমাজের সর্বক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা-ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক।
বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, নারীনেত্রী এবং সমাজকর্মী বীরমুক্তিযোদ্ধা ফরিদা আক্তার বলেন কাম্য বাংলাদেশ আমরা পাইনি। মহান মুক্তিযুদ্ধের চেতনা বৈষম্যহীন সমাজ বিনির্মাণ – যা এ যাবৎ হয়নি।
জাস্টিস ফর জুলাই এর সদস্য সচিব এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এড. আব্দুল্লাহ আল-আমিন বলেন ৪৭, ৬৯, ৭১ এর আন্দোলন-সংগ্রাম জাতির কল্যাণে সংগঠিত হলেও স্বৈরাচারী মনোবৃত্তি, দুর্নীতিপরায়নতা, অদক্ষ-অযোগ্য-মেধাশূন্য নেতৃত্ব জনজীবনকে দূর্বিসহ করে তোলে। ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতির প্রত্যাশা সুখী-সমৃদ্ধ-নিরাপদ বাংলাদেশ।
সংগঠনের সহ-সভাপতি এবং বিকেএমইএ এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন মেধাশূন্য এবং অদক্ষ ব্যক্তিরা সমাজ গড়তে পারে না। সামাজিক জীবন এবং শিল্পকারখানা পরিচালনায় বিশ্বাসী, দক্ষ প্রতিশ্রুতিশীল কর্মীবাহিনী প্রয়োজন।
অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী সদস্য এস এম ইস্রাফিল বলেন- সুস্থ শরীর সতেজ মন গড়তে ক্রীড়াশৈলীর পরিবেশ দরকার। তিনি নারায়ণগঞ্জে সরকারিভাবে একটি আধুনিক সুইমিং পুল নির্মাণের দাবী জানান।
গণঅভ্যুত্থান ২০২৪ এর বীর শহীদদেরকে জাতীয় বীর খেতাব দেয়ার দাবী সভায় উত্থাপিত হয়। এছাড়াও মতবিনিময় পর্বে অংশ নেন হাজী মিছির আলী কলেজের অধ্যাপক আফরোজা সুলতানা, এনজিএ এর প্রতিষ্ঠাতা সদস্য শামীম আহ্সান খান, শাহাবউদ্দিন আহমেদ, এড. মোশারফ হোসেন সেলিম, এনজিএ এর বিভাগীয় সম্পাদক ওয়াহিদ সাদাত বাবু, বেলাল হোসাইন, চৌধুরী মাহবুব রহমান স্বপন, কুতুবউদ্দিন শাহীন, মাসুম বিন রশিদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ হাতেম বলেন আমরা সুস্থ রাজনীতি চাই গণমানুষের কল্যাণে। সমাজকর্ম চাই সুনাগরিক সৃজনে। নিরাপদ জাতির নিশ্চয়তা দিতে পারে বিশ্বাসী, কল্যাণকামী, দক্ষ নাগরিক। আসুন আমরা সম্মিলিতভাবে জাতি গঠনে উদ্যোগী হই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...