নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ গ্রাজুয়েট্স এসোসিয়েশন গণঅভ্যুত্থান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 
মতবিনিময় সভা / নারায়ণগঞ্জ গ্রাজুয়েট্স এসোসিয়েশন গণঅভ্যুত্থান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ গ্রাজুয়েট্স এসোসিয়েশন (এনজিএ) গণঅভ্যুত্থান ২০২৪ উত্তর প্রত্যাশিত বাংলাদেশ প্রেক্ষিত নারায়ণগঞ্জ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত গণঅভ্যুত্থান ২০২৪ জাতিকে ভিন্নমাত্রার পরিচিতি দিয়েছে। স্বৈরাচারের বিদায় মহান স্রষ্টায় বিশ্বাসী, দক্ষ-অভিজ্ঞ-দায়িত্বশীল নেতৃত্ব সৃজনের সুযোগ দিয়েছে।

আমরা চাই নৈতিকতাবোধ সম্পন্ন, দক্ষ, মেধাবী এবং দায়িত্বশীল নেতৃত্ব, যার মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে সুস্থ-সবল জননিরাপদ আলোকিত বাংলাদেশ।
শিল্প ও বন্দরনগরী নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়াস্থ বিকেএমইএ সভাকক্ষে নারায়ণগঞ্জ গ্রাজুয়েট্স এসোসিয়েশন (এনজিএ) আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ উত্তর প্রত্যাশিত বাংলাদেশ : প্রেক্ষিত নারায়ণগঞ্জ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
২ নভেম্বর ২০২৪, শনিবার বিকাল ৪টায় তাহমিনা হোসেন মুন্নীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন এনজিএ এর সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা আহবায়ক মঈন আহসান। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক এবং পেশাজীবি সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
এতে নারায়ণগঞ্জের কৃতিসন্তান বিনিয়োগ বোর্ডের প্রাক্তন পরিচালক এম. এ. মতিন বলেন বৈষম্যহীন সমাজ বিনির্মাণে প্রয়োজন সততা, ন্যায়নিষ্ঠা, দায়িত্বশীলতা এই তিনটি গুণাবলী অর্জিত না হলে রাষ্ট্র সংস্কার নিরর্থক হবে। অদক্ষ, অযোগ্য, মেধাশূন্য, দুর্নীতিপরায়ন ব্যক্তি ও গোষ্ঠী পুণর্বার যদি পুণর্বাসিত হয় জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে।
নরসিংদী রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কাশেম বলেন আমরা প্রত্যাশী ন্যায় বিচারের। সমাজের সর্বক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা-ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক।
বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, নারীনেত্রী এবং সমাজকর্মী বীরমুক্তিযোদ্ধা ফরিদা আক্তার বলেন কাম্য বাংলাদেশ আমরা পাইনি। মহান মুক্তিযুদ্ধের চেতনা বৈষম্যহীন সমাজ বিনির্মাণ – যা এ যাবৎ হয়নি।
জাস্টিস ফর জুলাই এর সদস্য সচিব এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এড. আব্দুল্লাহ আল-আমিন বলেন ৪৭, ৬৯, ৭১ এর আন্দোলন-সংগ্রাম জাতির কল্যাণে সংগঠিত হলেও স্বৈরাচারী মনোবৃত্তি, দুর্নীতিপরায়নতা, অদক্ষ-অযোগ্য-মেধাশূন্য নেতৃত্ব জনজীবনকে দূর্বিসহ করে তোলে। ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতির প্রত্যাশা সুখী-সমৃদ্ধ-নিরাপদ বাংলাদেশ।
সংগঠনের সহ-সভাপতি এবং বিকেএমইএ এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন মেধাশূন্য এবং অদক্ষ ব্যক্তিরা সমাজ গড়তে পারে না। সামাজিক জীবন এবং শিল্পকারখানা পরিচালনায় বিশ্বাসী, দক্ষ প্রতিশ্রুতিশীল কর্মীবাহিনী প্রয়োজন।
অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী সদস্য এস এম ইস্রাফিল বলেন- সুস্থ শরীর সতেজ মন গড়তে ক্রীড়াশৈলীর পরিবেশ দরকার। তিনি নারায়ণগঞ্জে সরকারিভাবে একটি আধুনিক সুইমিং পুল নির্মাণের দাবী জানান।
গণঅভ্যুত্থান ২০২৪ এর বীর শহীদদেরকে জাতীয় বীর খেতাব দেয়ার দাবী সভায় উত্থাপিত হয়। এছাড়াও মতবিনিময় পর্বে অংশ নেন হাজী মিছির আলী কলেজের অধ্যাপক আফরোজা সুলতানা, এনজিএ এর প্রতিষ্ঠাতা সদস্য শামীম আহ্সান খান, শাহাবউদ্দিন আহমেদ, এড. মোশারফ হোসেন সেলিম, এনজিএ এর বিভাগীয় সম্পাদক ওয়াহিদ সাদাত বাবু, বেলাল হোসাইন, চৌধুরী মাহবুব রহমান স্বপন, কুতুবউদ্দিন শাহীন, মাসুম বিন রশিদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ হাতেম বলেন আমরা সুস্থ রাজনীতি চাই গণমানুষের কল্যাণে। সমাজকর্ম চাই সুনাগরিক সৃজনে। নিরাপদ জাতির নিশ্চয়তা দিতে পারে বিশ্বাসী, কল্যাণকামী, দক্ষ নাগরিক। আসুন আমরা সম্মিলিতভাবে জাতি গঠনে উদ্যোগী হই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...