শিরোনাম
দিগুবাবু বাজারে হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের দিগুবাবু বাজার ইনস্টিটিউট সড়ক সবজি ব্যাবসায়ীদের উদ্যোগে দুইদিনব্যাপি
হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী গরীবে নেওয়াজ (রহ:) বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

ওরশ মোবারকের কর্মসূচীর প্রথম দিন ২৩ রজ্জব ২৪ জানুয়ারী শুক্রবার কোরআন খতম বাদ এশা কুল ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও দোয়া, ধর্মীয় বাংলা বয়াতী গান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন ২৫ জানুয়ারী শনিবার সকালে মিলাদ মাহফিল ও নেওয়াজ বিতরনের মধ্য দিয়ে দুইদিনব্যাপি হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী গরীবে নেওয়াজ (রহ:) বাৎসরিক ওরশ মোবারক সমাপ্তি হয়।

এসময় উপস্থিত ছিলেন, পাইকারী সবজি ব্যাবসায়ী শুক্কুর মিয়া, শাহাদাৎ হোসেন, সুমন বেপারী, মোঃ রোমান, মুকুন্দ দাস, রাকিব উল হাসান, মোঃ আকবর, মোঃ নাজমুল হাসান, মোঃ শফি, মোঃ সুমন ভান্ডারী, মোঃ রাজু, মোঃ পলাশ, মোঃ মনিন, মোঃ মাহাফুজ, আশরাফ উদ্দিন, মোঃ আনিস, মোঃ সৌরভ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী গরীবে নেওয়াজ (রহ:) বাৎসরিক ওরশ মোবারকে কুল ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত করে, দেশের চলমান সংকট কাটিয়ে উঠে দেশবাসির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। #
