নারায়ণগঞ্জ  বুধবার | ২রা এপ্রিল, ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বসন্তকাল | ৩রা শাওয়াল, ১৪৪৬

শিরোনাম
  |   আড়াইহাজারে বিএনপির যুবদলের মধ্যে সংঘর্ষ আহত ১০   |   কাশীপুরে যুবককে গুলি করে হত্যা   |   ঈদের দিন বিএনপি অফিসে হামলা, গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম   |   যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর তৃতীয় বর্ষপূতি উদযাপন   |   আড়াইহাজারে অপরাধ নিয়ন্ত্রনে ওসির জোরালো তৎপরতা    |   বুটবল তারকা হামজা চৌধুরীর পরিবার ঘুরে গেলেন কুতুব উদ্দিন আকসিরের বাড়ি   |   ভয়াবহ অগ্নিকান্ডে কয়েল কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতির   |   নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের গুণীজন সম্মাননা অনুষ্ঠিত   |   সাংবাদিক প্রীতির সহযোগিতায় সৌদি থেকে ফিরল শায়েরার মরদেহ   |   বন্দরের যুবক সাইফুল নিখোঁজ   |   ৫০০ পিছ ইয়াবাসহ সুজন গ্রেপ্তার   |   রাজধানীতে ধর্ষণকারীকে পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা   |   প্রয়াত বিমান ভট্টাচার্য্যের পরিবারকে না’গঞ্জ প্রেস ক্লাবের পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান   |   রোহীঙ্গা সশস্ত্র সংগঠন আরসা প্রধান জুনুনী সহ ১০ জন আটক    |   গণঅভ্যুত্থানে হামলা ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী সাময়িক বহিষ্কার   |   ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবকের মরদেহ   |   আ’লীগ নেতার মুক্তির দাবীতে থানা ঘেরাও    |   লায়ন রানাকে সমর্থন দিয়ে ভোট চাইলেন অধিকাংশ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ   |   ভয় দেখিয় যুবককে বলাৎকার | মামলার আসামী সাঈদ আটক   |   বন্দর প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত 
 প্রচ্ছদ   রাজনীতি   মাকসুদ চেয়ারম্যানের বর্বরতা ৭১কে হার মানিয়েছে
মাকসুদ চেয়ারম্যানের বর্বরতা ৭১কে হার মানিয়েছে
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ অপারেশন ডেভিল হান্ট অভিযানে  পুলিশে রিমান্ডে থাকা  মাকসুদ হোসেন ও তার পরিবার গত  ১৬ বছরের ধারাবাহিকতায় ৫ আগস্টের পর পর্যন্ত বর্বরতাকে  ৭১এর স্বাধীনতা মুক্তিযুদ্ধে জ্বালাও পোড়াও লুটপাট ও বর্বরতাকে হার মানিয়েছে।

অবৈধ কালো টাকায় উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে বিরোধী পন্থী ছাত্র আন্দোলনকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বাড়িঘর সহ বন্দর উপজেলার শতাধিক বাড়ি ঘর ভাংচুর ও  লুটপাট করে অগ্নিসংযোগ করে মাকসুদ হোসেন ও তার বাহিনী।  এমপি সেলিম ওসমান তথা  ওসমান পরিবারের দাপটে অস্ত্রধারি সস্ত্রাসী বাহিনীর একক আধিপত্যে  মাকসুদ ও তার পরিবারের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি বলে ভুক্তভোগী বহু পরিবারের অভিযোগ।  এছাড়াও  নিজ পরিবারের লোকজনের দখলে প্রায় অর্ধশতাধিক শিল্প  প্রতিষ্ঠান।
সরজমিনে ঘুরে জানাগেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর পক্ষে সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার ও নির্যাতন চালাতেন  মাকসুদ হোসেন চেয়ারম্যানের দাদা মাঈনউদ্দিন মাওন্না, পিতা এমএ রফিক, চাচা আব্দুস সামাদ ও আব্দুল মালেক। স্বাধীনতার পর  তারা তালিকাভূক্ত  রাজাকার। ৭১ এর স্বাধীনতার পর লালখারবাগ গ্রাম সহ  শতাধিক বাড়িঘর ভাংচুর লুটপাট চালিয়ে আগুন জ্বালিয়ে পোড়ানো হয়।  খুনের শিকার হয়েছেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন,  রফিক,  কসাই নবী হোসেন সহ দেড় ডজন ব্যক্তি।

৭১ এর পর ধারাবাহিক সন্ত্রাসী কর্মকান্ডের অতিষ্ঠ ছিলেন বন্দরউত্তরাঞ্চলের সাধারণ মানুষ। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার আমলে স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির ডিলার  রাজাকারের তালিকাভূক্ত সন্ত্রাসী কার্মকান্ডের মাকসুদ হোসেনের পরিবারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। তারপর থেকে প্রশাসনিক চাপে মাকসুদ সহ তার  পরিবারের লোকজন এলাকা ছেড়ে অন্যত্রে বসবাস শুরু করেন।  ২০০০ সালে প্রয়াত এমপি নাসিম ওসমানের হাত  ধরে  জাতীয় পার্টিতে যোগ দেন
মাকসুদ হোসেনের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন কালু। ২০০১ সালে পর  বিএনপি জামায়াতে ইসলামী চার দলীয় জোট সরকারের আমলে কালু মারা যাওয়ার পর কিছুদিন নিস্ক্রিয় থাকলেও ১/১১ এর পর নারায়ণগঞ্জ ৫ আসনে জাতীয় পার্টির মনোনীত এমপি নির্বাচিত হন  নাসিম ওসমান। এমপি নাসিম ওসমানের  হস্তক্ষেপে মাকসুদের বড় ভাই আনোয়ার শাহ মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। তারা দুইজন মারা যাওয়ার পর মাকসুদ হোসেন  এমপি সেলিম ওসমানের আস্ত ভাজন হয়ে উপ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।  ওসমান পরিবারের দাপটে  আরো দুই বার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগিয়ে নেয়। গত ১৬ বছরের আওয়ামীলীগের শাসনামলে মাকসুদ চেয়ারম্যান ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ গড়ে তুলে  এক সন্ত্রাসী বাহিনী।  এ বাহিনীর নিয়ন্ত্রণে চলে  মাদক, ঝুট সহ নানা অপকর্ম।  ওসমান পরিবারের দাপটে এক আধিপত্য বিস্তার করে অবৈধ৷ পন্থায় হাতিয়ে নেয় কয়েকশত কোটি টাকা এবং এক/দেড় শ বিঘা জমি, বিলাশ বহুল গাড়ি ও বাড়ি।  অবৈধ টাকার দাপটে ইউপি  চেয়ারম্যান  পদ থেকে পদত্যাগ উপজেলা পরিষদ নির্বাচন অংশ নিয়ে নির্বাচিত হয়ে পূর্ব পূরুষ বাবা,দাদা ও চাচাদের ভুমিকায় ফুটে ওঠে মাকসুূদ হোসেন।  দখলে নেয়  বন্দর উপজেলার জাঙ্গাল, কামতাল, লাঙ্গলবন্দ মালিবাগ বিক্রমপুর স্টীল মিল, মিনান স্টীল মিল,  বাশার পেপার মিল,  আরএফএল,  মেটারডোর কোম্পানী সহ অর্ধশত শিল্প প্রতিষ্ঠান।  ৫ আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ ত্যাগের পর উপজেলা পরিষদ নির্বাচনে মাকসুদ চেয়ারম্যানের বিরোধী প্রার্থী সহ শতাধিক বাড়িঘর ভাংচুর লুটপাট চালিয়ে আগুন জ্বালিয়ে দেয় মাকসুদ ও তার পূত্র মাহমুদুল হাসান শুভ বাহিনী।   এসব কর্মকান্ডের ঘটনায় অদৃশ্য ইশারায় থানায় মামলা রেকর্ড করা হয়নি। মুছাপুরের  ছাত্র আন্দলোনকারি একটি বাড়ি ভাংচুরের ঘটনায় মামলা হলেও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বাদী মতিউর রহমানকে ডেকে নিয়ে মিমাংসা করে দেন বলে অভিযোগ উঠেছে।  তার পর থেকে আরো বেপরোয়া হয়ে উঠেছে মাকসুদ হোসেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!