শিরোনাম
ক্রীড়াঙ্গন / উন্নয়নে না’গঞ্জের ক্রীড়াঙ্গনকে তার ঐতিয্য ফিরিয়ে দিব – মাসুদুজ্জামান মাসুদ


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানের অতিথি মডেল গ্রুপের মালিক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ বলেছেন,
নারায়ণগঞ্জে ইন্টারন্যাশনাল গেম আমাদের হাতে বুঝিয়ে দেন। আমারা গর্ব করি এমন একটা আন্তর্জাতিক স্টেডিমাম ভ্যেন্যু আমাদের আছে।

এ বিষয়ে আমার অবদান আগেও ছিল এখনও চলমান আছে আগামীতে থাকবে।
আমরা শুধু আপনাদের কাছ থেকে একটা শঠিক পরিকল্পনা চাই। এবং আপনারা দেখেছেন ইন্টারন্যাশনাল ভ্যেনু ফতুল্লা স্টেডিয়ামে দিনের পর দিন ফান্ড নস্ট হয়েছে। আজ ভ্যেনু পরিদর্শনে বুলবুল ভাই সহ আমরা এই চিত্রই লক্ষ করেছি।
এই গরীব দেশের এই অবস্থান নাই, যে একটা ফান্ড নস্ট হলে আমরা আরেকটা ফান্ড আনতে পারবো। তাই সবাই মিলে আপনারা একটা মাস্টার প্লান করেন, এই মাস্টার প্লানের আয়তায়, আপনারা যে পরিকল্পনা দিবেন সেই পরিকল্পনা অনুযায়ী আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। এবং নারায়ণগঞ্জে ক্রীড়াঙ্গনকে তার ঐতিয্য ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো।
রবিবার ২৪ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্সে ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এর আগে তিনি নারায়ণগঞ্জে জেলা প্রশাসক, ক্রীড়া কর্মকর্তা ও ক্রীড়ানুরাগীদের নিয়ে ফতুল্লা রিয়া গোপ স্টেডিয়ামের নির্মাণকাজের পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, মডেল গ্রুপের মালিক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিদ্যুৎ সহ অনেকে। #
