দায়িত্ব গ্রহন / নব নির্বাচিত আইনজীবী সমিতির কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সালের নির্বাচিত কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের নিজ তলায় এ দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত হয়।
এর আগে নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের বাজিমাতে ১৭ টি পদ থেকে ১৬ টি পদে বিজয় ছিনিয়ে নেন না সদস্য পদে জামায়াত সমর্থিত ১ জন প্রার্থী বিজয় হয়।
এসময় পুরনো কমিটিকে সাথে নিয়ে নতুন কমিটির পথ চলা আরো সহজ হবে হলে জানান নব নির্বাচিত সাধারন সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ূন সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সিনিয়র সহ সভাপতি অ্যাড. কাজী আব্দুল গাফ্ফার, সহ সভাপতি অ্যাড. সাদ্দাম হোসেন,
যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ অ্যাড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক অ্যাড. মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক অ্যাড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক অ্যাড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাড. মামুন মাহমুদ মিয়া, কার্যকরী সদস্য অ্যাড. দেওয়ান আশরাফুল ইসলাম, অ্যাড. ফাতেমা আক্তার সুইটি, অ্যাড. আবু রায়হান, অ্যাড. তেহসিন হাসান দিপু, অ্যাড. আফরোজা জাহান সহ অন্যান্য আইনজীবীগন। #