নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   শীর্ষ খবর   প্রবীণ জনগোষ্ঠির বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহবান – জেলা প্রশাসক
প্রবীণ দিবস / প্রবীণ জনগোষ্ঠির বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহবান – জেলা প্রশাসক
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্মে তোমায় রাখবো আগলে’-এই শ্লোগানে নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আলোচনায় বক্তারা বলেছেন, পরিবার ও সমাজে প্রবীণেরা আজও অবহেলিত।

তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও যত্ম প্রদর্শনের পাশাপাশি অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে। প্রবীণ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ সার্বিক সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক সোলায়মান হোসেন। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হোসেন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক তালুকদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর আহসান শরীফ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আওলাদ হোসেন, সংগঠনের যুগ্ম সম্পাদক মাহমুদুল হক, সদস্য মিজানুর রহমান, আলতাফ হোসেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রবীণ জনগোষ্ঠি আমাদের সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ত্যাগ ও প্রজ্ঞা আমাদের প্রেরণার উৎস। তাই প্রবীণদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করলেই গড়ে উঠবে মানবিক সমাজ। তিনি আরও বলেন, বৃদ্ধ মা-বাবাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, সেজন্য পরিবারের সদস্যদের দায়িত্বশীল হতে হবে। তাই আমাদেরকে মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। উন্নত বিশ্বে  জেষ্ঠ্য নাগরিকদের জন্য নানা সুযোগ সুবিধা রয়েছে। নবীণ ও প্রবীণ নিয়েই আমাদের সমাজ ও দেশ এগিয়ে যাবে। জেষ্ঠ্য নাগরিকদের স্বাস্থ্যসেবা, গণপরিবহনসহ অন্যান্য স্থানে অগ্রাধিকার ভিত্তিতে সেবার বিষয়টি নিশ্চিত করা হবে।

বার্ধ্যকে প্রবীণরা যেন অবহেলার শিকার না হন, সে বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসেন বলেন, প্রবীণদের কর্মক্ষম ও সুস্থ রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাদের প্রতি যত্মবান ও দায়িত্বশীল হতে হবে। আমরা সবাই প্রবীণ হবো, তাই সকলকে প্রবীণদের প্রতি দায়িত্ববান হতে হবে। তাদেরকে পরিবার ও সমাজে সময় দিতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার বলেন, প্রবীণদের কল্যাণে প্রবীণ হিতৈষী সংঘ কাজ করে যাচ্ছে। বার্ধ্যকে পরিবারের বাবা-মায়েরা যাতে তাদের আদরের সন্তান দ্বারা অবহেলার শিকার না হন। তাদের প্রতি যত্মশীল হতে হবে। প্রবীণ ও নবীনের সমন্বয়ে এগিয়ে যাবে আমাদের সমাজ ও রাষ্ট্র।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আওলাদ হোসেন বলেন, জেষ্ঠ্য নাগরিকদের জন্য আমাদের এখানে হাসপাতালগুলোতে আলাদা স্বাস্থ্যসেবা, গণপরিবহনে আলাদা বসার ব্যবস্থার সিটসহ কিছু নেই। তাদের পরিবার ও সমাজে সামাজিক নিরাপত্তা নেই। আমাদের প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য সেবাসহ সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুজ্জামান সরকার তার বক্তব্যে বলেন, প্রবীণ জনগোষ্ঠির সুরক্ষায় সরকার বয়স্ক ভাতাসহ নানা উদ্যোগ নিয়েছে। বৃদ্ধ পিতা-মাতার জন্য ভরণ-পোষণ আইনসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। তাই প্রবীণরা সমাজের বোঝা নয়, তারা আমাদের এই গুরুত্বপূর্ণ অংশ মনে করেই সরকার তাদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আলোচনা সভার আগে র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...