নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ১৪ই নভেম্বর, ২০২৪ | ২৯শে কার্তিক, ১৪৩১ হেমন্তকাল | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

শিরোনাম
  |   পূর্বাচল লেকের পাড়ে উদ্ধার হওয়া পলিথিনে মোড়ানো খন্ড বিখন্ড মরদেটি কার ?    |   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী গণসমাবেশ    |   সোনারগাঁ বিএনপির উপজেলা ও পৌর কার্যালয় উদ্বোধন    |   সকল রুটে বাস ভাড়া কামানো দাবিতে ৪০২ জন আইনজীবীর স্মারকলিপি প্রদান   |   অটো চাপায় শিশু শিক্ষার্থী নয়ন তারা নিহত   |   ১২ দিনেও সন্ধান মেলেনি মিছিল থেকে হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী ইলিয়াস    |   জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে বন্দর থানা বিএনপি’র বর্ণাঢ্য র‍্যালী   |   দৈনিক খবরের পাতার সম্পাদকের পিতা ভাষা সৈনিক আবুবকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী   |   শ্রমিক অসন্তোষে বিসিক শিল্প নগরীতে গার্মেন্টস ভাংচুর, সড়ক অবরোধ   |   ফতুল্লা থানা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মাসুম গ্রেপ্তার   |   ঐতিহাসিক বেতিয়ারা দিবস পালনে শহীদদের স্মরন করলো সমমনা    |   ফুলপাখি পাঠশালার ৪ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু    |   নারায়ণগঞ্জে মোহনা টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন   |   সোনারগাঁয়ে ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের অভিযোগ   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলার ঘটনায় অধ্যাপক মামুন মাহমুদের নিন্দা   |   আড়াইহাজারে ভাঙচুরের মামলার দুই আসামি গ্রেফতার    |   মাদক ব্যবসায় বাধা দেওয়ার সন্ত্রাসী হামলায় ৩ সহদোরসহ ৫ জন আহত   |   নিরীহ যুবককে আটক করে হত্যা মামলায় চালান   |   বদিউজ্জামান হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির গ্রেপ্তার   |   জেএসডি’র ৫২তম বার্ষিকী উপলক্ষে নগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মার্কেটের নামে রেলওয়ের জমি আত্মসাৎকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
মার্কেটের নামে রেলওয়ের জমি আত্মসাৎকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর রিপোর্টঃ  রেলওয়ের জমি আত্মসাৎকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ভূমি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ। সমাবেশে শহরের ১ নং রেল গেইট এলাকায় মার্কেট নির্মানের নামে রেলওয়ের ৪৭ হাজার দুই বর্গফুট জমি আত্মসাৎকারী হাত থেকে এ জমি রক্ষার দাবি জানানো হয়। ১১ নভেম্বর শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহিদমিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । ভূমি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক রফিউর রাব্বি’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন , নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক , আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরউদ্দিন , দৈনিক খবরের পাতার সম্পাদক এড . মাহাবুবুর রহমান মাসুম , শিশু সংগঠক রথীন চক্রবর্তী , নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় , নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলার অসিত বরণ বিশ্বাস , বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস , ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা সম্পাদক হিমাংসু সাহা , সিপিবি নারায়ণগঞ্জ শহর সভাপতি আবদুল হাই শরীফ , ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড . আওলাদ হোসেন , গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন , বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সংগঠক নাসির হোসেন , সুশাসনের জন্য নাগরিক ( সুজন ) জেলা সম্পাদক ধীমান সাহা জুয়েল ও সামাজিক সঙগঠন সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা প্রমুখ। এসময় সমাবেশ সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শাহীন মাহমুদ । সমাবেশে রফিউর রাব্বি বলেন , নারায়ণগঞ্জে রেলওয়ে , রাজউক , বিআইডাব্লিউটিএ , জেলা পরিষদ , রোডস এন্ড হাইওয়ে সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি আত্মসাতের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় কতিপয় ভূমিদস্যু তৎপর রয়েছে । চক্রটি সিন্ডিকেট করে ইতিমধ্যে চাষাঢ়া বালুরমাঠে রাজউকের জমি সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের বহু ভূমি আত্মসাৎ করেছে । এখন ১ না রেলগেটে ৪৭ হাজার দুইশ বর্গফুট জমি রেলওয়ের অসাধু কর্মকর্তাদরে সাথে যোগসাজসে তথাকথিত ‘ রেলওয়ে কল্যাণ ট্রাস্টের ‘ নামে আত্মসাতের প্রক্রিয়ায় নিয়োজিত হয়েছে । তিনি বলেন , রাজউক দেশের বিভিন্ন জায়গায় জরিপ করে টেকসই উন্নয়নের জন্য নদীবন্দর সংলগ্ন ২১ টি জেলায় নৌ – বন্দর , রেল – স্টেশন ও বাস – টার্মিনাল একই জায়গায় তৈরীর জন্য ডিটেল এরিয়া প্ল্যান ( ড্যাপ ) প্রনয়ণ করেছে । সে পরিকল্পনায় নারায়ণগঞ্জের এই নৌ – বন্দর , রেল – স্টেশনটি ও বাস – টার্মিনালটি রয়েছে । ড্যাপের এ পরিকল্পনা সরকারের স্ট্রেটিজিক ট্র্যান্সপোর্ট প্ল্যান ( এসটিপি ) দ্বারাও অনুমোদিত । অথচ সরকারী প্রতিষ্ঠান হয়েও সরকারের এ পরিকল্পনাকে উপেক্ষা করে রেলওয়ের অসাধু কর্মকর্তারা অনৈতিকভাবে স্থানীয় ভূমিদস্যুদের সাথে নিয়ে এই জায়গাটি আত্মসাতের প্রক্রিয়ায় লিপ্ত করছে । আমরা এর তীব্রপ্রতিবাদ জানাই। সিটি কর্পোরেশনের কাউন্সিল অসিত বরণ বিশ্বাস বলেন , এই মার্কেটটি নির্মানের জন্য কল্যাণ ট্রাস্ট রাজউক বা সিটি কর্পোরেশন কারো কাছ থেকেই অনুমোদন নেয় নাই । তিনি প্রশ্ন রাখেন , অনুমতি ছাড়া সরকারী জায়গায় কী করে এভাবে মার্কেট নির্মাণ হতে পারে ? সমাবেশে বক্তারা বলেন , সরকারী সব প্রতিষ্ঠানের নারায়ণগঞ্জের সকল জমিই সময় নারায়ণগঞ্জবাসীর কাছ থেকে রাষ্ট্রের প্রয়োজনে ব্যবহারের জন্য সরকার অধিগ্রহণ করেছে । কিন্তু সে প্রয়োজনে যে সব জায়গা – জমি ব্যবহৃত হচ্ছেনা তা বিভিন্ন সময় প্রতিষ্ঠানগুলোর অসাধু কর্মকর্তারা আইন ও নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করে দিচ্ছে । অথচ নারায়ণগঞ্জে নাগরিকদের প্রয়োজনে উন্নতমানের উচ্চতর শিক্ষ প্রতিষ্ঠান , মেডিকেল কলেজ , শিশুদের বিনোদনের জন্য পার্ক , মিউজিয়াম , চিরিয়াখানা সহ বহুকিছুই করা যাচ্ছেনা জায়গার অভাবে । বক্তারা বলেন , নারায়ণগঞ্জবাসী যে কোন মূল্যে ভূমিদস্যুদের হাত থেকে নিজেদের জমি রক্ষা করবে । দ্রুত ১ নং রেলগেটে মার্কেট নির্মাণের কাজ বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে হুশিয়ারি উচ্চারণ করে তারা বলেন , নতুবা উদ্ভূত সকল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে । সমাবেশে বক্তারা যে কোন মূল্যে এই মার্কেট নির্মাণ প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন । সমাবেশ শেষে একটি বিক্ষোভ শহর প্রদক্ষিণ করে । #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!