শিরোনাম
নগর ভবনে ইপিআই অনলাইন মাইক্রোপ্লানিং সম্পর্কিত প্রশিক্ষণ শুরু
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ইপিআই অনলাইন মাইক্রোপ্লানিং সম্পর্কিত প্রশিক্ষণ । এতে অংশ নিয়েছে ইপিআই সুপারভাইজার, প্যারামেডিক ও টিকাদানকারীরা।
ইউনিসেফ এর সহযোগীতায় বুধবার (৭ ডিসেম্বর) এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
নগর ভবনের স্বাস্থ্য বিভাগের সভাকক্ষে ৭ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ কর্মশালা। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
প্রথম দিনে কর্মসূচিতে অংশ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অ লের ৩০ জন কর্মী। দ্বিতীয় কর্মসূচি সদর অ লের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৩ ডিসেম্বর আর তৃতীয় কর্মসূচি হবে ১৪ থেকে ১৫ ডিসেম্বর কদম রসূল অ লে। সর্বশেষ চতুর্থ কর্মসূচি হবে ৩ অ লের অবশিষ্ট কর্মীদের নিয়ে ১৯ থেকে ২০ ডিসেম্বর। প্রতি প্রশিক্ষণেই ৩০ জন করে অংশ নিবে।
প্রথম দিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, ডা. ফারহানা রহমান, ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট (ইউনিসেফ), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইপিআই সুপারভাইজার, প্যারামেডিক ও টিকাদানকারী। #