বিদুৎ বিভ্রাটে নারায়ণগঞ্জে কোটি টাকা আর্থিক ক্ষতি
জাতীয় গ্রীটে বিদুৎ বিভ্রাটে শিল্প বানিজ্য নগরী নারায়ণগঞ্জে চার হাজার শিল্প কারখানায় প্রায় কয়েকশ কোটি টাকা আর্থিক ক্ষতির আশংকা করছেন ব্যাবসায়ীরা জাতীয় গ্রীটে বিদুৎ বিভ্রাটের কারনে শিল্প বানিজ্য নগরী নারায়ণগঞ্জে বিভিন্ন কারখানায় শিল্পউৎপাদন বন্ধ সহ অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠানে ব্যাপক আর্থিক ক্ষতির পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এর প্রভাবে জেলার চার হাজার শিল্প কারখানায় প্রায় কয়েকশ কোটি টাকা আর্থিক ক্ষতির আশংকা করছেন ব্যাবসায়ীরা। বাংলাদেশ পরিসংস্থান ব্যুরো হিসান অনুযায়ী নারায়ণগঞ্জে মোট ২৪০৯ বিভিন্ন শিল্প কারখানা রয়েছে। তবে এ হিসেবের বাইরে ছোট বড় মিলিয়ে প্রায় ৪০০০ হাজার শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে ৫ শত রপ্তানীমুখি গার্মেটস ও হোসিয়ারী শিল্প কারাকানা প্রায় ১০ হাজার। সারা দেশের মত নারায়ণগঞ্জেও গত ৪ অক্টোবর দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত টানা ৮ ঘন্টা নারায়ণগঞ্জে বিদুৎ সরবরাহ বন্ধ ছিল। এ ৮ ঘন্টা শিল্প কারখানায় শিল্পউৎপাদন বন্ধ হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানের মালিও ও শ্রমিকরা জানিয়েছেন। তবে এ আট ঘন্টায় আর্থিক ক্ষতির পরিমান কত তা হিসেব কেউ জানাতে না পারলেও চার হাজার শিল্প প্রতিষ্ঠানে কয়েকশ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানিয়েছে। শিল্পকারখানার মালিকরা জানিয়েছেন, বিদুৎ সরবরাহ বন্ধ থাকায় টানা ৮ ঘন্টা শ্রমিকরা বসে ছিল। এতে ব্যাপক পরিমান আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়া জেলার অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান মার্কেট বিপনী বিতান সহ সবধরনের প্রতিষ্ঠান বিদুৎ বিভ্রাটে চরম দুর্ভোগ ও আর্থিক ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানিয়েছন। শ্রমিকরা জানিয়েছেন, বিদুৎ বিভ্রাটে কারনে প্রতিষ্ঠানের মালিকদের যেমন ক্ষতি হয়েছে তেমনি বেতনভুক্ত ছাড়া যে শ্রমিকরা প্রডাকশনে কাজ করে তারাও আর্থিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সটঃ এাকাধিক শ্রমিক। ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকরা জানিয়েছে, টানা আট ঘন্টা বিদুৎ বিপর্যয়ে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সটঃ একাধিক শিল্প কারখানার মালিক। উল্লেখ্য, জাতীয় গ্রীটে বিদুৎ বিপর্যয়ের কারনে দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত টানা বিদুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে জাতীয় গ্রীট থেকে বিদুৎ সরবরাহ পেয়ে রাত নয়টায় নারায়ণগঞ্জে বিদুৎ সরবরাহ সচল হয়।
হাসান উল রাকিব
নারায়ণগঞ্জ
০৫-১০-২০২২