শিরোনাম
রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় টেক্সি দুমড়ে মুচড়ে ১ যাত্রী নিহত, আহত -৩
নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় টেক্সি যাত্রী কামা গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৫ টায় উপজেলার কাঞ্চন ব্রীজের উপর এ ঘটনা ঘটে।
জানা যায় গাউছিয়া কুড়িল বিশ্বরোড রোডে চলাচলরত টেক্সিটি ঢাকা- মেট্রো- ১২-৮২৩০) কুড়িল বিশ্বরোড থেকে গাউছিয়া আসার পথে কাঞ্চন ব্রীজের উপরে ট্রাকটি পিছন থেকে টেক্সিকে ধাক্কা দিলে টেক্সি দুমড়ে মুচড়ে যায়। এসময় টেক্সিতে থাকা যাত্রী কামাল টেক্সির ভিতরে আটকে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে টেক্সিটি কেটে কামালের লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময়
ঘটনাস্থলেই মারা যায় কামাল (৫২)। কামালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এলাকায়। আহত টেক্সি চালক আকবর। আকবর (২৫) রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকার কমর উদ্দীনের ছেলে। আহত অন্য দুইজনের পরিচয় মেলেনি।
এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে। #