শিরোনাম
ইফতার সামগ্রী ন্যায্য মূল্যে ও পরিচ্ছন্ন পরিবেশে তৈরি নিশ্চিতে জেলা প্রশাসনের অভিযান
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পবিত্র রমজানে ইফতার সামগ্রী বিক্রিতে ন্যায্য মূল্যে ও পরিচ্ছন্ন পরিবেশে তৈরী নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।
শুক্রবার ৩১ মার্চ নারায়ণগঞ্জ শহরে চাষাড়ার বিভিন্ন স্থানে ইফতার তৈরিকারী দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে ও জেলা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় দ্রব্য মূল্যের তালিকা সংরক্ষণ, ন্যায্য মূল্যে ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি ও তৈরির বিষয়ে সতর্ক করা হয়। এ সময় ২ টি মামলায় ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের খাবারের পরিচ্ছন্নতা ও মানের বিষয়ে পরামর্শ দেয়া হয় এবং সতর্ক করা হয়। #