নারায়ণগঞ্জ  শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ | ২৫শে পৌষ, ১৪৩২ শীতকাল | ১৯শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন   |   খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া   |   নাগবাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   নারায়ণগঞ্জ আড়াইহাজার – ২ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
 প্রচ্ছদ   শীর্ষ খবর   না’গঞ্জে নিয়মনীতি ছাড়া, লাইসেন্সবিহীন শতাধিক ক্লিনিক ডায়গনষ্টিক সেন্টার চলছে
না’গঞ্জে নিয়মনীতি ছাড়া, লাইসেন্সবিহীন শতাধিক ক্লিনিক ডায়গনষ্টিক সেন্টার চলছে
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩

আবদুস সালাম- নারায়নগঞ্জঃ  সরকারী নিয়মনীতি উপেক্ষা করে নারায়ণগঞ্জ শহরে লাইসেন্সবিহীন ও অনুমোদনহীন শতাধিক ক্লিনিক এবং ডায়গনষ্টিক সেন্টার পচিালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানগুলোতে সরকারী হাসপাতালের চিকিৎসকদের নিয়মিত রোগী দেখা ও চিকিৎসা দেয়ার অভিযোগ রয়েছে। চিকিৎসকদের সাথে যোগাযোগ করে ক্লিনিক মালিকরা জিম্মি করে রাখছে রোগীদের। শহরের খানপর এলাকায় ৩০০ শয্যা হাসপাতাল এবং নিতাইগঞ্জে ১০০ শয্যা সরকারী জেনারেল হাসপাতাল রয়েছে।

এই দুইটি হাসপাতালে প্রতিদিন কমপক্ষে দুই হাজার রোগী বিভিন্ন রোগের জন্য চিকিৎসা নিতে আসেন। কিন্তু হাসপাতাল কতৃপক্ষের পর্য়বেক্ষণ ও তদারকি না থাকায় সাধারণ রোগীরা যথাযথ চিকিৎসাসেবা থেকে বি ত হচ্ছে। এই সরকারী দুইটি হাসপাতালে প্রায় শতাধিক দালাল রয়েছে যারা ডাক্তারের সহযোগিতায় রোগীদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করিয়ে দিচ্ছে। সরকারী ডাক্তাররা ক্লিনিকে নিয়ে তাদের চিকিৎসা অপারেশন করছে। শহরের কয়েকটি নামকড়া ক্লিনিকে খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ ক্লিনিকের কোন লাইসেন্স নেই। আবার অনেক ক্লিনিকের লাইসেন্স রিনিউ করা হয়নি। এলাইড ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ বদরুদ্দোজা জানান, তারা সকল নিয়ম মেনে ক্লিনিক চালু করতে প্রায় দুই বছর চলে গেছে অথচ শহরের আনাচে কানাচে নোংরা পরিবেশে ক্লিনিক গড়ে উঠছে । সেখানে চিকিৎসার নামে প্রতিনিয়ত অপচিকিৎসা হচ্ছে। রোগী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শহরের খানপুর ৩০০ বেড হাসপাতালের পাশেই গড়ে উঠেছে কয়েকটি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার। সরকারী হাসপাতালের কয়েকজন ডাক্তার এই ক্লিনিকগুলোতে নোংরা পরিবেশে অপারেশন ও সিজার করছেন। শামীমুর রহমান নামের একজন রোগীর অভিভাবক জানান, তিনি খানপুর ৩০০ শয্যা হাসপাতালের ডাক্তার ফয়সাল আহমেদ এবং জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার ইউসুফ আলী সরকারের বিরুদ্ধে সিভিল সার্জন ডাঃ মশিউর রহমানের কাছে অভিযোগ করেছি। কিন্তু সিভিল সার্জন কোন প্রকার তদন্ত করেনি।
জানা গেছে, শহরের মেডিহোপ, মেডিপ্লাস,সিটি ক্লিনিক, রিজিয়া ক্লিনিক, মেডিষ্টার, কেয়ার, করতোয়া সহ শতাধিক ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার গড়ে উঠেছে। কিন্তু অধিকাংশ ক্লিনিকের লাইসেন্স নেই। কিংবা কয়েক বছর যাবত নবায়ন হচ্ছে না। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্লিনিক মালিক জানান সরকারের নতুন নিয়ম অনুযায়ী ক্লিনিক লাইসেন্স করার জন্য অনেক যন্ত্রপাতি সহ রোগীদের জন্য অনেক ফ্যাসেলিটি রাখতে হয় যেগুলি তাদের নেই। এ কারণে অনেকেই নতুন করে লাইসেন্স কিংবা পুরনো লাইসেন্স নবায়ন করতে পারছে না। ফলে অবৈধ ভাবে ক্লিনিক গুলো চালানো হচ্ছে।প্রতিমাসে একবার করে সিভিল সার্জন অফিস থেকে ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারগুলো পরিদর্শন করার নির্দেশনা থাকলেও কোন প্রকার পরিদর্শন করা হচ্ছে না বলে ক্লিনিক মালিকদের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জনবল সংকটের কারণে ক্লিানিক কিংবা ডায়াগনষ্টিক সেন্টারগুলো নিয়মিত পরিদর্শন করা সম্ভব হয় না। তবে কোন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...