নারায়ণগঞ্জ  সোমবার | ৩রা জুন, ২০২৪ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ২৫শে জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   আগামী ৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপনে নানা কর্মসূচী গ্রহন   |   দুবাইয়ে কিশোরীকে দেহ ব্যবসায় বাধ্য করার বন্দরে স্বামী স্ত্রী গ্রেপ্তার   |   সম্পত্তি বিক্রি টাকা না দেওয়ায় জন্মধারনী মাকে পিটিয়ে জখম করল পাষান্ড পুত্ররা   |   রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ভাংচুর লুটপাট গুলিবিদ্ধ-১ আহত-২০   |   ১ জুন এনসিসি ৩৪০ টি কেন্দ্রে ১লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওবে   |   অভিযোগ পেলেই ব্যবস্থা নিবে সংবাদ সম্মেলনে দুদক   |   নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালো ইস্কন   |   জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো স্কুল ছাত্র   |   খেলার মাঠ দখলকারীদের এনসিসি’র পার্মিশন নিয়ে কাজ করার নির্দেশ দিল পুলিশ   |   অতিরিক্ত জমি মেপে না দেয়ার অপরাধে বন্দরে সার্ভেয়ার লাঞ্চিত   |   দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে সেলিম প্রধানের বিরুদ্ধে মানববন্ধন   |   দেওভোগ নাগবাড়ি নিবাসী মোঃ তোফাজ্জল হোসেনের ইন্তেকাল    |   ফটে সাংবা‌দিক এনামুলের মাতার ইন্তেকালে আজমেরী ওসমানের শোক   |   নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের গাড়ির চাপায় অন্তঃসত্ত্বা নিহত, আটক চালক   |   প্রতারক দম্পতি ৫ লাখ টাকা আত্মসাত করে উল্টো পাওনাদারকে হত্যার হুমকি   |   রূপগঞ্জে চুক্তি ভঙ্গ করে আড়ত দখলের চেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন   |   ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনামুল সিদ্দিকীর মায়ের ইন্তেকাল    |   সোনারগাঁয়ে স্বামীর পরকীয়ায় বাধা, স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে | স্বামী আটক   |   নারায়ণগঞ্জের খবর ডটকম পত্রিকাকে সম্মাননা জানালো সিদীপ
 প্রচ্ছদ   শীর্ষ খবর   টেকসই উন্নয়নে অবদানে আন্তর্জাতিক স্বীকৃতি পেল না’গঞ্জ সিটি করপোরেশন
 304
টেকসই উন্নয়নে অবদানে আন্তর্জাতিক স্বীকৃতি পেল না’গঞ্জ সিটি করপোরেশন
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ টেকসই উন্নয়নের লক্ষে পরিবেশ-প্রতিবেশের উপর জোর দিয়ে বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষে অগ্রগতি বিবেচনায় আন্তর্জাতিক লাইভকম অ্যাওয়ার্ডের ২১তম আসরে ‘ব্রোঞ্জ পদক’ পেয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এ সম্মানজনক পুরস্কারটিকে সারাবিশ্বে ‘গ্রিন অস্কার’ হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের প্রথম নগরী হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করে।লাইভকমের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, নগরায়নের ক্ষেত্রে স্থানীয় পরিবেশের উপর নজর দিয়ে টেকসই উন্নয়নে উদ্বুদ্ধ করতে ১৯৯৭ সালে আন্তর্জাতিক পুরষ্কার ‘লাইভকম অ্যাওয়ার্ড’ এর যাত্রা শুরু হয়।

যুক্তরাজ্য থেকে পরিচালিত লাইভকম কমিটি প্রতিবছর টেকসই উন্নয়নে অংশ নেওয়া বিভিন্ন দেশের নগরীগুলোকে পুরষ্কৃত করে। এটি বিশ্বের অন্যতম সম্মানজনক পুরষ্কারগুলোর মধ্যে অন্যতম বিবেচনা করা হয়। এ বছর ইউরোপের মাল্টার রাজধানী ভ্যালেট্টা নগরীতে লাইভকম অ্যাওয়ার্ডের ২১তম আসর বসে। গত ৩০ মে থেকে ২ জুন এবারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এবারের আসরে বিভিন্ন দেশের মোট ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষে সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম এ আসরে অংশ নেন। মঈনুল ইসলাম বলেন, জুরিদের সামনে নগরীর গণপরিসর উন্নয়ন, শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্তকরণ ও ক্ষমতায়ন, স্বাস্থ্যসম্মত জীবনব্যবস্থা, এবং টেকসই নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক পর্যায়ে ২৩২টি নগরীর মধ্যে তুরস্ক, পোল্যান্ড, ফিলিপাইন, চীন, স্পেন, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশের মোট দশটি নগরীকে জুরির জন্য নির্বাচিত করা হয়। নারায়ণগঞ্জ চূড়ান্ত পর্বে নির্বাচিত হয় এবং ব্রোঞ্জ পদক অর্জন করে। স্থানীয় সহনশীলতা, টেকসই উন্নয়ন, নগরীর বসবাসযোগ্যতা, পরিবেশ, প্রতিবেশ, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা এবং টেকসই অভিষ্ট লক্ষ্য বাস্তবায়ন অগ্রগতির উপরে এই পুরষ্কারটি প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, গত নির্বাচনী ইশতেহারে তিনি সবুজ নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সে লক্ষে তিনি এগিয়ে যাচ্ছেন। শহরের বুকে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য শেখ রাসেল নগর পার্ক, জল্লারপাড় লেক নির্মাণ করেছেন। নগরীর প্রতিটি ওয়ার্ডে শিশু-কিশোর মননের বিকাশের জন্য মাঠ ও পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি মাঠ করাও হয়েছে। নগরীর মৃতপ্রায় বাবুরাইল খাল উদ্ধার করে দৃষ্টিনন্দন পরিবেশের তৈরি করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরের প্রাণ শীতলক্ষ্যা নদীকে উদ্ধারেও রয়েছে সিটি করপোরেশনের বৃহৎ পরিকল্পনা। ক্ল্যাইমেট অ্যাকশন প্রোগ্রামও রয়েছে নাসিকের। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠী নিয়েও কাজ করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। পরিচ্ছন্ন কর্মীদের জন্য বহুতল ভবন নির্মাণ ও সাবলম্বী নারীর সংখ্যা বাড়াতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। যদিও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে অনেক প্রকল্প নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে৷ তারপরও আমরা কাজ করে যাচ্ছি৷ এই নগরীকে বাসযোগ্য ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষে যে যাত্রা শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, লাইভকমের আন্তর্জাতিক এই পুরষ্কার তাতে উৎসাহ যোগাবে।’, যোগ করেন নাসিক মেয়র। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...