নারায়ণগঞ্জ  বুধবার | ২রা এপ্রিল, ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বসন্তকাল | ৩রা শাওয়াল, ১৪৪৬

শিরোনাম
  |   আড়াইহাজারে বিএনপির যুবদলের মধ্যে সংঘর্ষ আহত ১০   |   কাশীপুরে যুবককে গুলি করে হত্যা   |   ঈদের দিন বিএনপি অফিসে হামলা, গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম   |   যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর তৃতীয় বর্ষপূতি উদযাপন   |   আড়াইহাজারে অপরাধ নিয়ন্ত্রনে ওসির জোরালো তৎপরতা    |   বুটবল তারকা হামজা চৌধুরীর পরিবার ঘুরে গেলেন কুতুব উদ্দিন আকসিরের বাড়ি   |   ভয়াবহ অগ্নিকান্ডে কয়েল কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতির   |   নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের গুণীজন সম্মাননা অনুষ্ঠিত   |   সাংবাদিক প্রীতির সহযোগিতায় সৌদি থেকে ফিরল শায়েরার মরদেহ   |   বন্দরের যুবক সাইফুল নিখোঁজ   |   ৫০০ পিছ ইয়াবাসহ সুজন গ্রেপ্তার   |   রাজধানীতে ধর্ষণকারীকে পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা   |   প্রয়াত বিমান ভট্টাচার্য্যের পরিবারকে না’গঞ্জ প্রেস ক্লাবের পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান   |   রোহীঙ্গা সশস্ত্র সংগঠন আরসা প্রধান জুনুনী সহ ১০ জন আটক    |   গণঅভ্যুত্থানে হামলা ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী সাময়িক বহিষ্কার   |   ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবকের মরদেহ   |   আ’লীগ নেতার মুক্তির দাবীতে থানা ঘেরাও    |   লায়ন রানাকে সমর্থন দিয়ে ভোট চাইলেন অধিকাংশ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ   |   ভয় দেখিয় যুবককে বলাৎকার | মামলার আসামী সাঈদ আটক   |   বন্দর প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত 
 প্রচ্ছদ   শীর্ষ খবর   ময়লা পানিতে নেমে অবস্থান ধর্মঘট করার ঘোষণা দিলেন শামীম ওসমান
ময়লা পানিতে নেমে অবস্থান ধর্মঘট করার ঘোষণা দিলেন শামীম ওসমান
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গত কয়েকদিনের ভারী বর্ষণে ডিএনডি অভ্যন্তরে সৃষ্ট জলাবদ্ধতা থেকে স্থানীয়রা পরিত্রাণ না পেলে নিজেই ময়লা পানিতে নেমে অবস্থান ধর্মঘট করব। কাউকে সা‌থে নি‌য়ে নয় জামাকাপড় পরেই আমি নিজে ময়লা-আবর্জনার পানিতে নেমে যাব। যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্তই আমার ধর্মঘট চলবে। মন্ত্রি মহোদয়ের সাথে আমি কথা বলেছি। তিনি আমার কাছে কয়েক দিন সময় চেয়েছে। না হলে আমি আজকেই পানিতে নেমে যেতাম।

রবিবার (২জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি অভ্যন্তরে জলাবদ্ধতার খোজঁ নিতে এসে শিমরাইল এলাকায় ডিএনডি পাম্প হাউজে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। এসময় সাংসদ শামীম ওসমান আরো বলেন, ডিএনডি এলাকার প্রায় ত্রিশ লাখ লোক পানি বন্দি হয়ে আছে। কিছু কিছু কালভার্ট দেরিতে নির্মাণ হচ্ছে এবং সে সব জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে বলে এই পানি জমছে। এ সময় সাংসদ জলাবদ্ধতার সমস্যার সমাধান কিভাবে এবং কত সময়ের মধ্যে হবে তা জানতে প্রকল্প সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন করেন।

শামীম ওসমানের এই প্রশ্নের প্রেক্ষিতে শিমরাইল পাম্প হাউজে উপস্থিত পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী খন্দকার মাইনুর রহমান বলেন, আসলে পুরো প্রকল্প এলাকায় আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয় নাই। কিছু কিছু জায়গায় প্রকল্পের কাজ চলমান থাকায় এই সমস্যাটার সৃষ্টি হয়েছে যে সব স্থানগুলোতে কাজ চলছে সেখানে আমরা বিকল্প যাতায়াত ব্যবস্থা ও পানি প্রবাহের ব্যবস্থা রেখেছি। কিন্তু গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে এই জলাবদ্ধতা তৈরী হয়েছে। এসব সমস্যার কারণে আমরা এই প্রকল্পের সাথে সংশ্লিটরা ঈদের ছুটিও বাতিল করে কাজ করছি। আমরা নিশ্চিত করতে চাই যে আজকে (রবিবার ২ জুলাই) সন্ধ্যার আগেই এই জলাবদ্ধ পরিস্থিতি থেকে পরিত্রাণ পারে ডিএনডিবাসী। প্রকল্পের কাজ কতোদিনের মধ্যে শেষ করা হবে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, প্রকল্পটির নির্মাণ শেষ করার জন্য আগামী বছরের জুন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছি। যদিও সাংসদ শামীম ওসমানের পক্ষ থেকে প্রকল্পটি ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য বলা হয়েছে। আমরা আশা করছি যতটুকু কাজ বাকি আছে তার বেশির ভাগ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার একটি সিডিউল ইতোমধ্যে তৈরী করেছি। তবে ডিসেম্বরে কাজ শেষ আনুসঙ্গিক আরো কাজের জন্য আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন করে এই প্রকেল্পর জন্য আরো অর্থ বৃদ্ধি করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, নতুন করে এই প্রকল্পে আর অর্থ বাড়ানোর কোন সুযোগ নেই। এবং আমাদেরও প্রয়োজন নাই। উপরন্তু যেই পরিমাণ অর্থ বরাদ্ধ আছে কাজ শেষ হওয়ার পর আরও উদ্বৃত্ত অর্থ থাকবে।
এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ডিএনডি অভ্যন্তর এলাকার জলাবদ্ধতার খোজঁ নেন এবং প্রকল্প সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। ২০১৭ সালে এই এলাকার জলাবদ্ধতা নিরসনে এক মেগা প্রকল্পের শুরু হয়। প্রথমে এই প্রকল্পের জন্য ৫৮২ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়। পরবর্তীতে এই প্রকল্পের কাজের কারণে বরাদ্ধ বাড়িয়ে করা হয় প্রায় ১৩শত কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের ৭৩ শতাংশ কাজ শেষ হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!