দুই জাহাজ ডুবির ঘটনায় ১৩ জন নিখোঁজ
চট্টগ্রামে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের বহির্নোঙরে পৃথক দুটি জাহাজ ডুবির ঘটনায় ১৩ জন নিখোঁজ হয়েছেন।বুধবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে বঙ্গোপসাগরের বহির্নোঙরে ‘এমভি সুলতান সানজা’ নামের একটি জাহাজ ডুবে যায়। এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত গভীর রাতে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট এলাকায় ‘এফভি মাগফেরাত’ নামের একটি ফিশিং ভ্যাসেল ডুবে যায়।সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ এর সত্যতা নিশ্চিত করেছেন।জানা যায়, এফভি মাগফেরাত নামের জাহাজটি ডকে তোলার সময় ডুবে যায়। এতে জাহাজে থাকা ৭ জন ডুবে নিখোঁজ হয়। নিখোঁজরা হলেন- ভ্যাসেলের চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশমাস্টার মো. জহির উদ্দিন ও ডক মেম্বার রহমত মিয়া। এ ছাড়া একজনের নাম জানা যায়নি।অন্যদিকে, বুধবার বিকেল ৩টার দিকে একটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে ‘এমভি সুলতান সানজা’ নামের অপর একটি জাহাজ ডুবে যায়। খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে উদ্ধার করলেও এখনও নিখোঁজ আছে ৬ জন। এদের নাম নিশ্চিত হওয়া যায়নি।নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডসহ নৌপুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।চট্টগ্রাম নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, নিখোঁজ নাবিকদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নদীতে অতিরিক্ত স্রোতের কারণে ডুবুরি টিম কাজ করতে পারছে না।