স্নানোৎসব নিরাপত্তার চাদরে ঢাকা / লাঙ্গলবন্দে মহা অষ্টমী স্নানোৎসব শুরু


বন্দর প্রতিবেদকঃ শুক্রবার মধ্য রাত থেকে বন্দরের লাঙ্গলবন্দের আদি ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের দুইদিন ব্যাপি অষ্টমী স্নানোৎসব। শুক্রবার দিবাগত রাত ২টা ৭ মিনিটে স্লানের লগ্ন শুরু হয়। লগ্ন শুরুর পরই তীর্থস্থানের ২০টি স্নান ঘাটে পূর্ণ্যাথীদের ঢল নামে।
হে মহাভাগ ব্রহ্মপুত্র , হে লৌহিত্য , আমার পাপ হরণ করো”। এই মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা , ধান দুর্বা , হরিতকি , ডাব, আমপাতা পিতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করেন তীর্থ যাত্রীরা। এবার বাংলাদেশ ছাড়াও ভারত ,নেপাল, ভূটান ও শ্রীলংকা থেকে কয়েক লাখ পূণ্যার্থী স্নানোৎসবে অংশ নিচ্ছেন বলে লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান। শনিবার রাত ১২ টা ৫১ মিনিটে বিহীত পূজার মাধ্যমে শেষ হবে অষ্টমী স্নোনোৎসব।
লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা শিখন সরকার শিপন জানান,ত্রেতা যুগে পিতার আদেশ পালনের জন্য মাকে কুঠার দিয়ে হত্যা করেন পরশুরাম। মাতৃ হত্যার পাপে পরশুরামের হাতে কুঠার লেগে থাকে। কোনোভাবেই কুঠার হাত থেকে ছাড়াতে পারছিলেন না। তখন অশোক বনে একটি জলাধারে ডুব দিলে তার পাপ মোচন হয়। পরশুরাম সেই জলাধার লাঙ্গল দিয়ে কেটে ব্রহ্মপুত্র নদে এনে মিলিয়ে দেন। সেই থেকে নাম হয় লাঙ্গলবন্দ। সেই থেকে মানুষ পাপ মোচনের আশায় এখানে স্নান করেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে স্ত্রীসহ পরিবারের সবাইকে নিয়ে লাঙ্গলবন্দে এসেছেন ফনি চন্দ্র দাস। তিনি গন্যমাধ্যমকে জানান, প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে পূণ্য লাভের আশায় তারা লাঙ্গলবন্দ স্না আসেন। এখানে ¯œান করলে পাপ মোচন হয়।
চট্টগ্রামের মীর সরাই থেকে পরিবারের সঙ্গে এসেছেন ষাটোর্ধ্ব বাসন্তী রানী সরকার। তিনি জানান, লাঙ্গলবন্দের আদি ব্রহ্মপুত্র নদে শুক্লা তিথিতে ¯œান করলে ব্রহ্মার কৃপা লাভ করা যায়। তাই তিনি লাঙ্গলবন্দে এসেছেন।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ২০ টি স্নান ঘাটে সুষ্ঠুভাবে ¯œান অনুষ্ঠিত হচ্ছে । বিশুদ্ধ পানি সরবরাহে নলকুপ , একশ’ ৬০টি অস্থায়ী টয়লেটসহ ¯œান ঘাটে কাপড় পরিবর্তন কক্ষ নির্মাণ করা হয়েছে। থাকছে ফায়ার সার্ভিসের ৩টি ডুবুরি দল।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, পূর্ণ্যার্থীদের নিরাপত্তায় দেড় হাজার পুলিশ ,৪শ’ ৭১ আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। স্থাপন করা হয়েছে সেনা ক্যাম্প। র্যাব ছাড়াও সাদা পোশাকে রয়েছে আইনশৃংখলা বাহিনীর কিছু সদস্য। তীর্থস্থানের তিন কিলোমিটার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার। যানজট নিরসনে ট্রাফিক ও নদীতে ৬৪ জন নৌপুলিশ নিয়োগ করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি পর্যবেক্ষণের জন্য থাকবে ড্রোন ক্যামেরাও।
¯œান উপলক্ষে বন্দর উপজেলা বিএনপিসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পূণ্যার্থীদের মাঝে খাবার সরবরাহ ও নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া স্বাস্থ্য সেবায় রয়েছে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক মেডিকেল টিম।
এ দিকে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ওসি তরিকুল ইসলাম, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভুইয়া হিরন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, ¯œান কমিটির উপদেষ্টা শিখন সরকার শিপন, সাধারণ সম্পাদক তাপস কর্মকার , সাংগঠনিক সম্পাদক শ্যামল বিশ্বাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন।#